Connect with us
ক্রিকেট

হৃদয়কে নিয়ে গ্যালারিতে তাসকিনপুত্রের উল্লাস, যে বার্তা দিলেন হৃদয়

Taskin's son's joy in the gallery for Hridoy, the message given by Hridoy
হৃদয়কে নিয়ে উল্লাসে মেতেছেন তাসকিনপুত্র তাসফিন। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম ২ ম্যাচে জয় নিয়ে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। এই দুই জয়ে টাইগারদের হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন তাওহীদ হৃদয়।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৮ বলে ৩৩ এবং দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ৩৭ রান করে ম্যাচসেরা হন হৃদয়। হৃদয়ের এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে গ্যালারিতে উল্লাসে মেতে ওঠেন পেসার তাসকিন আহমেদের বড় পুত্র তাসফিন আহমেদ রিহান।

আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাসকিনপুত্রের উল্লাস নিয়ে একটি ভিডিও শেয়ার করেন তাওহীদ হৃদয়। যেখানে দেখা যায়, তাওহীদ হৃদয়ের নাম ধরে উল্লাস করছেন তাসফিন।

আরও পড়ুন :

যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ

উগান্ডার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন ৪৩ বছর বয়সী ক্রিকেটার

বিশাল জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে কলকাতা

অতীতের বড় ভুলের জন্য শাস্তি পেয়েছি : আমির

বিশ্বকাপে কঠিন গ্রুপে জায়গা পেল বাংলাদেশ

হৃদয় মাঠে খেলছে, আর গ্যালারিতে বসে উল্লাস করছেন তাসকিন পুত্র তাসফিন। তেমনি তাসফিনও একদিন মাঠে খেলবেন আর গ্যালারিতে বসে উল্লাস করবেন হৃদয়। এমন বার্তাই দিয়েছেন এই মারমুখী ব্যাটার।

হৃদয় ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আমার সোনাই চাচ্চু.. একদিন তুমি মাঠে থাকবে, আমি গ্যালারিতে বসে চিল্লাবো।’

বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের একজন নিয়মিত সদস্য তাওহীদ হৃদয়। নিয়মিত পারফর্ম করে টাইগার মিডল অর্ডারের ভরসার নাম হয়ে উঠছেন তিনি। তাই তার খেলা অনুপ্রাণিত হয় অনেকেই। তেমনি তাসকিপুত্রকেও তার খেলা উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত করেছে। তার খেলার ভক্ত বনে গেছেন তাসফিন।

আরও পড়ুন:

১৪ বছর বয়সেই বাংলাদেশের হয়ে অভিষেক: কে এই হাবিবা? 

চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি: কোন ক্লাব কত পাচ্ছে?

বাজারে নতুন ‘হাইড্রেশন’ পানীয় আনছেন মেসি

আজ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে পারবে রিয়াল মাদ্রিদ?

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়, তলানীতে হার্দিকরা

ক্রিফোস্পোর্টস/৬মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট