Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি: কোন ক্লাব কত পাচ্ছে?

Champions League prize money
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ! ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চ৷ ইউরোপ সেরা ৩২টি দলের দুই লেগের জমজমাট লড়াই শেষে ফাইনালের মধ্যে দিয়ে যেকোনো একটি ক্লাবের মাথায় উঠে চ্যাম্পিয়নের মুকুট।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে টুর্নামেন্টটির লোভনীয় প্রাইজমানি৷ চ্যাম্পিয়ন হতে পারলেই পাওয়া যায় চক্ষু চড়কগাছ হওয়ার মতো প্রাইজমানি। অবশ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারলেও মেলে মোটা অঙ্কের টাকা৷

চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানি: কে কত পাবে?

চ্যাম্পিয়ন: ২০ মিলিয়ন ইউরো

রানার্সআপ: ১৫.৫ মিলিয়ন ইউরো

সেমিফাইনালিস্ট: ১২.৫ মিলিয়ন ইউরো

কোয়ার্টার ফাইনালিস্ট: ১০.৬ মিলিয়ন ইউরো

রাউন্ড-১৬: ৯.৬ মিলিয়ন ইউরো

গ্রুপ পর্বে জয়: ২.৮ মিলিয়ন ইউরো

গ্রুপ পর্বের ড্র: ৯ লাখ ৩০ হাজার ইউরো

গ্রুপ পর্বে নাম লেখালেই: ১৫.৬৪ মিলিয়ন ইউরো

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের ঝুলিতে যাবে ২০ মিলিয়ন ইউরো৷ যা বাংলাদেশি টাকায় ২৩৫ কোটি টাকার বেশি৷ অন্যদিকে রানার্সআপ দল পাবে ১৫.৫ মিলিয়ন ইউরো৷ বাংলাদেশি টাকায় যা ১৮২ কোটি টাকার বেশি৷

তবে শুধু এ টাকাতেই সীমাবদ্ধ নয়। বরং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাম লেখানো থেকে শুরু করে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত প্রত্যেকটি পর্বের প্রাইজমানি যুক্ত হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন দল সবমিলিয়ে পাচ্ছে ৮৫.১৪ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার কোটির বেশি৷

এ তো গেল শুধু প্রাইজমানি৷ এছাড়া এর বাইরেও অনেক খাত থেকে আয় করবে ক্লাবগুলো। প্রতিটি ক্লাবই টেলিভিশন সম্প্রচার থেকে পাবে মোটা অঙ্কের টাকা৷ এবারের আসরে টেলিভিশন মার্কেট থেকে ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো৷ যা চ্যাম্পিয়ন ক্লাব থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করা প্রত্যেকটি দেশের ক্লাবের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হবে৷

আরও পড়ুন: ব্যালন ডি’অর কি পুরোপুরি সোনার তৈরি? 

ক্রিফোস্পোর্টস/৪মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল