Connect with us
ফুটবল

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে হামজা-জামালকে নিয়ে ফিফার পোস্ট

Hamza, Jamal and FIFA
হামজা ও জামাল। ছবি- সংগৃহীত

ঈদের খুশির রেশ শেষ হয়নি এখনো। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় দেশের কোটি ভক্ত। ১০ জুন মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে উঠবে ফুটবলের গণজোয়ার। এই ম্যাচ ঘিরে যেন অপেক্ষা করছে খোদ ফিফাও!

রোববার (৮ জুন) রাতে ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে একটি পোস্ট দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ওই পোস্টের সাথে বাংলাদেশ ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়ার ছবি যুক্ত করে ক্যাপশনে লিখেছে- সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ। এর সাথে লাল-সবুজের পতাকার ইমোজি দেয়া আছে।


আরও পড়ুন

» কাতার জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান

» নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ


গত ৪ জুন ফুটবলে নতুন এক বাংলাদেশ দেখেছে বিশ্ব। ভুটানকে ২-০ গোলে হারানোর ম্যাচে ঢাকার স্টেডিয়ামে একঝাঁক তারকা ফুটবলার উপহার দিয়েছে হ্যাভিয়ার কাবরেরা। তারাই আবার মাঠে নামবে আগামী মঙ্গলবার।

FIFA Post for hamza and jamal

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে পোস্ট দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ছবি- সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে জামাল-হামজারা। এই ম্যাচের টিকিট নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে চরম উত্তেজনা। সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলো ফিফার এই পোস্ট।

হামজা-জামালের সাথে মাঠে লাল-সবুজের গর্বিত প্রতিনিধি হিসেবে থাকবেন বিভিন্ন বিদেশি ক্লাব থেকে আসা ফাহামিদুল, সামিত সোম, তারেক কাজী, কাজেম শাহদের মতো তারকা ফুটবলাররা।

ক্রিফোস্পোর্টস/৯জুন২৫/এসএ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল