Connect with us
ফুটবল

ব্যালন ডি’অর কি পুরোপুরি সোনার তৈরি?

Is the Ballon d'Or completely made of gold
ব্যালন ডি’অর ট্রফি। ছবি- সংগৃহীত

ফুটবলে জাতীয় দলের জন্য যদি সর্বোচ্চ অর্জন বিশ্বকাপ হয়, তাহলে নিঃসন্দেহে ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মূল্যবান নামটি ব্যালন ডি’অর। মৌসুমজুড়ে মাঠের ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই পরম আরাধ্যের এই স্বীকৃতি৷

১৯৫৬ সালে প্রথম ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ ব্যালন ডি’অরের প্রচলন করেন। প্রথমবার এ পুরস্কারের মালিক হন ইংলিশ ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউজ৷ বলা বাহুল্য, ফরাসি শব্দ ব্যালন ডি’অরের ইংরেজি নামটি কিন্তু ‘গোল্ডেন বল’৷ তবে শুরুর দিকে ব্যালন ডি’অরের সাথে বর্তমান ব্যালন ডি’অরের রয়েছে গঠনগত পার্থক্য৷

১৯৮৩ সাল থেকে প্রচলন হয় বর্তমান ব্যালন ডি’অরের। এর আগে আকারের দিক থেকে ব্যালন ডি’অর ছিল অনেকটাই ছোট৷ তখন এর ডিজাইন করেন মেলেরিওর ডি মেলার নামের ফ্রান্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান। তবে বর্তমানে আমরা ব্যালন ডি’অরের যে ট্রফির সাথে পরিচিত, তার ডিজাইনার হলেন ফ্রান্সোয়া মেলেরিও৷

ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যালন ডি’অরের মালিক লিওনেল মেসি। তাঁর রয়েছে সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর৷ তাঁর ঝুলিতে রয়েছে ৬টি।

ব্যালন ডি’অর কি আসল সোনার?

অনেকের মনেই ব্যালন ডি’অর ট্রফি নিয়ে নানা ধরনের কৌতূহল রয়েছে৷ এর মধ্যে অন্যতম হলো, ব্যালন ডি’অর ট্রফি আসল সোনার কিনা?

ব্যালন ডি’অর পুরোপুরিভাবে সোনার তৈরি নয়। এখানে কেবল ৫ কেজি ওজনের ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে৷ আর বাকিটা জুড়ে রয়েছে ফিতল ও পাইরাইট পাথর। এর উচ্চতা ৩১ সেন্টিমিটার, ওজন রয়েছে প্রায় সাত কেজি৷

ব্যালন ডি’অর ট্রফির বাজারমূল্য প্রায় ৩ হাজার ইউরো। যা বাংলাদেশি টাকায় ৩ লক্ষ ৫২ হাজার টাকা। তবে দামে যাই হোক, এর সম্মানটাই আসল।

সাধারণত প্রতি বছর যে ফুটবলার ব্যালন ডি’অর জিতেন, তাঁকে কিন্তু মূল ট্রফিটি দেওয়া হয়না৷ বরং একটি রেপ্লিকা তৈরি করে নির্বাচিত খেলোয়াড়কে ট্রফিটি দেওয়া হয়৷

আরও পড়ুন: ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন কে? 

ক্রিফোস্পোর্টস/২মে২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল