Connect with us
ফুটবল

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লিগে মাসসেরা হলেন মেসি

Lionel Messi Wins player of the month award for the first time in MLS
এমএলএসে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তার সাবেক ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রায় বছরখানেক হতে চললো। ফরাসি জায়ান্টদের সঙ্গে তার গত বছর চুক্তির মেয়াদ শেষ হলে বিশ্বকাপজয়ী তারকা যুক্তরাষ্ট্রের লিগে পাড়ি জমান ২০২৩ সালের জুলাই মাসে। ডেভিড বেকহামের দল ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

২০১৯ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর ২০২৩ সালে যোগদান করে ইতিহাসে প্রথমবারের মত তাদের শিরোপাও জিতিয়েছেন লিও। কিন্তু অবাক করার বিষয় হলো, মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার প্রায় বছরখানেকের কাছাকাছি হয়ে গেলেও এতোদিন সেখানে কোন মাসেরই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেননি মেসি।

এবার যেন সেই আক্ষেপই ঘোচালেন মেসি। এমএলএসে এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তিনি।

গত মাসে লিগে ৩৬ বছর বয়সী মেসি মোট ম্যাচ খেলেছেন ৪ টি। এই চার ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৪ গোলে সহায়তাও করেছেন। মাস জুড়ে এমন নৈপুণ্যতারই যেন স্বীকৃতি পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে অবশ্য চোটের কারণে কিছু ম্যাচে মাঠের বাইরে ছিলেন লিও। গত ৬ এপ্রিল থেকে নিয়মিত দলের খেলায় অবদান রাখার আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেছিলেন এলএমটেন। তাই মাঝে মায়ামির হয়ে ৫ ম্যাচে খেলতে পারেননি তিনি।

তবে মেসি দলের হয়ে মাঠে ফেরার সঙ্গে সঙ্গে ইন্টার মায়ামিও জয়ের পথে ফিরেছে। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মায়ামি শেষ ৪ ম্যাচ ধরে অপরাজিত আছে। টেবিল টপার দলটির ১১ ম্যাচ খেলে মোট ২১ পয়েন্ট সংগ্রহে আছে।

আরও পড়ুন: রোনালদো-ডি ব্রুইনার রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়ুস 

ক্রিফোস্পোর্টস/৩মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল