Connect with us
ফুটবল

আজ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে পারবে রিয়াল মাদ্রিদ?

Real Madrid CF
রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ৩৪ তম রাউন্ডের খেলায় আজ মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ শক্তিমত্তার বিচারে ঢের পিছিয়ে থাকা কাদিজ। অপরদিকে শিরোপা শূন্য মৌসুম কাটানোর দ্বারপ্রান্তে থাকা বার্সার প্রতিপক্ষ চলতি মৌসুমে লিগে চমক দেখানো জিরোনা। এই দুই ম্যাচে আজ লিগ শিরোপার নিষ্পত্তিও হয়ে যেতে পারে।

চলতি মৌসুমে রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। কি লিগে অথবা ইউরোপিয়ান প্রতিযোগিতায়, লস ব্লাঙ্কোসদের সামনে কেউই যেন টিকতে পারছে না। কার্লো আনচেলত্তির দলের সাম্প্রতিক ফর্মও দারুণ যাচ্ছে।

কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে ড্র করে ঘরে ফিরেছে তারা। লালিগায় শেষ ছয় ম্যাচে অপরাজিত। ৩৩ ম্যাচে ২৬ জয়, ৬ ড্র ও মাত্র ১ হারে ৮৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিল টপার গ্যালাক্টিকোসরা।

অপর দিকে টেবিলের দুইয়ে থাকা বার্সার সমান ম্যাচে ২২ জয়, ৭ ড্র ও ৪ হারে সংগ্রহ ৭৩ পয়েন্ট। আজ রাত সাড়ে ১০ টায় টেবিলের তিনে থাকা জিরোনার ঘরের মাঠে খেলতে নামবে জাভি হার্নান্দেজের বার্সেলোনা।

আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অবনমনের শঙ্কায় থাকা পয়েন্ট টেবিলের তলানির দল কাদিজ। আজ রিয়াল ঘরের মাঠে জিততে পারলে ও বার্সা যদি জিরোনার মাঠে ড্র করে অথবা হেরে যায় তাহলে আজই লিগ শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল মাদ্রিদ।

এর আগে ঘরের মাঠে এই জিরোনার কাছেই ৪-২ গোলে হেরেছিল বার্সা। তাই আজ যদি প্রতিপক্ষের মাঠে তারা পয়েন্ট হারায় তাহলে সেখানে অবাক হওয়ার কিছু থাকবে না।

বার্সা জিরোনার বিপক্ষে খেলতে নামবে রাত সাড়ে দশটায়। আর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ-কাদিজের ম্যাচটি শুরু হবে রাত সোয়া আটটায়। কাদিজ বর্তমানে পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে অবস্থান করছে।

আরও পড়ুন: রোনালদো-ডি ব্রুইনার রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়ুস 

ক্রিফোস্পোর্টস/৪মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল