Connect with us
ক্রিকেট

বিশাল জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে কলকাতা

IPL
বিশাল জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে কলকাতা নাইট রাইডার্স। ছবি- ক্রিকইনফো

আইপিএলে স্বরূপে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। গত রাতে লখনৌ সুপার জায়ান্টসকে বড় হারের লজ্জা দিয়ে আইপিএলের শীর্ষে এখন কলকাতা। রবিবার (৫ মে) রাতে কলকাতার ৬ উইকেটে করা ২৩৫ রানের জবাবে ১৩৭-এ অলআউট হয় লখনৌ। কলকাতার জয় ৯৮ রানে। অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচসেরা সুনীল নারিন। এই নারিনের ব্যাটে কালও ঝড় উঠেছিল।

এই ম্যাচে সবচেয়ে বড় হারের লজ্জার রেকর্ড গড়েছে লখনৌ। গত বছর চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৮১ রানে হেরেছিল লখনৌ। এতদিন এটাই ছিলো আইপিএলে তাদের সবচেয়ে বড় হার। এবার ব্যাটারদের ব্যর্থতায় সেটা ছাপিয়ে গেলো দলটি।

এদিন ক্রিজে নেমে ফিল সল্ট ও নারিন কলকাতাকে দারুণ শুরু এনে দেন। ৬১ রানের জুটি গড়ে নাভিন উল হকের শিকার হন সল্ট। ফেরার আগে ১৪ বলে করেন ৩২ রান। এরপর আঙ্ক্রিশ রাঘুবংশীকে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে থামেন নারিন। ৩৯ বলে ছয় চার ও সাত ছয়ে ৮১ করেন উইন্ডিজ তারকা। রাঘুবংশী ৩২ রান করেন।

এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১৫ বলে ২৩ ও রমনদীপ সিংয়ের ছয় বলে অপরাজিত ২৫ রানে ৬ উইকেটে ২৩৫ করে লখনৌয়ের মাঠে রেকর্ড স্কোর গড়ে কলকাতা। নাভিন ৪৯ রানে তিন উইকেট নেন।

২৩৬ রানে জয়ের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে আরশিন কুলকার্নিকে হারায় লখনৌ। এরপর মার্কাস স্টয়নিস ও অধিনায়ক লোকেশ রাহুলের জুটি ৫০ রানে ভাঙ্গলে ১৬ ওভার এক বলে ১৩৭-এ অলআউট হয় লখনৌ। স্টয়নিস ২১ বলে ৩৬, রাহুল সমান বলে ২৫ করেন। হার্ষিত রানা ও বরুণ চক্রবর্ত্তী তিনটি করে, রাসেল দুটি এবং মিচেল স্টার্ক ও নারিন একটি করে উইকেট নেন।

এ পর্যন্ত ১১ খেলায় রাজস্থান র‍্যালসের সমান ১৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে শীর্ষে কলকাতা। ১০ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান। তিন, চার ও পাঁচে থাকা চেন্নাই, হায়দরাবাদ ও লখনৌয়ের পয়েন্ট সমান ১২ করে। ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে দিল্লি ক্যাপিট্যালস। আরসিবি, পাঞ্জাব ও গুজরাট সমান ৮ করে পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে সাত আট ও নয়ে। আর ১১ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে মুম্বাই।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (৬ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/৬মে২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট