Connect with us
ক্রিকেট

পাকিস্তান দলে বিরোধ চলছে? বিশ্বকাপের আগে মুখ খুললেন শাহীন

পাকিস্তান দলে বিরোধ চলছে? বিশ্বকাপের আগে মুখ খুললেন শাহীন

ধীরে ধীরে ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ। আসরের আগেই নাকি পাকিস্তান দলে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। নিজেদের মধ্যে ঘরোয়া কোন্দলে সমস্যা দানা বাঁধছে কীনা এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। তবে এসব বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির পেস নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক শাহীন আফ্রিদি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান চরমভাবে ব্যর্থ হওয়ার পর ৩ ফরম্যাটে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন বাবর আজম। সেই সূত্রে পাকিস্তানের টি-টোয়েন্টিতে নতুন দলনেতা হিসেবে নিযুক্ত করা হয় শাহিন আফ্রিদিকে। মাত্র এক সিরিজ অধিনায়কত্ব করার সুযোগ পান এই বাঁহাতি পেসার। সেই সিরিজে পাকিস্তান ব্যর্থ হলে শাহিনের থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে আবারও বাবর আজমকে ফিরিয়ে দেওয়া হয়। এজন্য বোর্ড এবং বাবরের সাথে শাহিন আফ্রিদির মনোমালিন্য সৃষ্টি হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি ভিডিওতে আফ্রিদি বলেন, “আমাদের দলটা একটি পরিবারের মত। পরিবারের মধ্যে কখনও কখনও সামান্য মনোমালিন্য হতেই পারে। ভাইয়ের মধ্যেও হতে পারে। তবে আমাদের দলের মধ্যে কোনো সমস্যা নাই।”

সাবেক এই অধিনায়ক আরও বলেন,”আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাফল্য উপভোগ করি। আমাদের দলে ক্রিকেটাররা একে অপরের কথা শোনে। আমাদের কাজ হল ক্রিকেট খেলা এবং ম্যাচ জিতে দেশের মানুষকে আনন্দ দেওয়া।

আরও পড়ুন: আইপিএলে লিগের শেষ ম্যাচসহ আজকের খেলা (১৯ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/১৯মে২৪/এইচআই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট