Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের আইপিএল ভাগ্য এবার দীর্ঘ হচ্ছে না

Mustafizur rahman Ilp
মুস্তাফিজের এবারের আইপিএল বৃহস্পতি তুঙ্গে। ছবি- সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএল এ নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসরের সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে দ্যুতি ছড়িয়েছেন এই টাইগার পেসার। আসর ও দলের প্রথম ম্যাচেই চার উইকেটে নিয়ে কোহলির ব্যাঙ্গালুরুর ব্যাটিং ইউনিটের একাই ধ্বস নামিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

এবারের আইপিএলে শুরুতেই ক্যারিয়ার সেরা বোলিং করেও পুরো সময় খেলা হচ্ছে না ফিজের। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সূচির কারণেই মাঝ পথে দেশে ফিরতে হবে ফিজ—কে।

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর মে মাস থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। মুস্তাফিজুরকে জিম্বাবুয়ের সিরিজের আগ পর্যন্তই অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। ফলে কাটার মাস্টারকে জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হবে।

Mustafizur Rahman player of the match in Ipl

প্রথম ম্যাচেই ম্যাচ সেরা মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

এদিকে আইপিএলের প্লে অফ অংশের খেলা শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে আর বাংলাদেশের জিম্বাবুয়ের সিরিজের শেষ ম্যাচটি হবে ১২ মে। বর্তমান চ্যাম্পিয়নরা যদি প্লে অফে জায়গা করে নেয় তখন পুনরায় মুস্তাফিজের আইপিএলে যোগদানের সুযোগ থাকলেও বিসিবি থেকে ফের অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা কম।

জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের এনওসি দিতে খুব একটা আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড। বোর্ডের পরিকল্পনা বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়া আগে বিসিবির পরিকল্পনা খেলোয়াড়দের ১০ দিন পূর্ণ বিশ্রাম দেওয়া। তাই সুযোগ থাকার পরও মুস্তাফিজের আইপিএলে ফেরা কঠিন।

চলতি বছরের ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে।

আরও পড়ুন: চারশ’র বেশি রানের ম্যাচে হায়দরাবাদকে শেষ বলে হারাল কলকাতা

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এসএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট