Connect with us
ক্রিকেট

চলে গেলেও সাকিবের জন্মদিন ভোলেননি সাবেক গুরু ডোনাল্ড

shakib Donald
সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক কোচ ডোনাল্ড

বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয় নিঃসন্দেহে সাকিব আল হাসান। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা করলে উপরের দিকেই থাকবে এই টাইগার ক্রিকেটারের নাম। আজ রোববার (২৪ মার্চ) বয়সের হিসেবে ৩৭-এর কোঠায় পা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের এই জন্মদিন ভোলেননি সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ড।

দেশের ইতিহাসে সবথেকে সফল এই ক্রিকেটারের শুভ জন্মদিন আজ। সাকিব আল হাসানের এমন বিশেষ দিনে প্রথম প্রহরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। রাত ১২টায় নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে সাকিবকে মেনশন করে পোষ্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানান তিনি।

এই পোস্টে সাকিব আল হাসানকে বিশ্বের সেরা অলরাউন্ডার উল্লেখ করে অ্যালেন ডোনাল্ড তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে তিনি সাকিবের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।’

সময়ের সঙ্গে নতুন নতুন রেকর্ড নিজের নামের সঙ্গে যুক্ত করছেন সাকিব। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব তিন ফরমেটের ক্রিকেটে অলরাউন্ডার র‍েঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেছেন। এছাড়াও একমাত্র ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের পাশাপাশি ৬৫০ এর অধিক উইকেট শিকার করেছেন তিনি।

এরকম অসংখ্য রেকর্ড সাকিবের নামের সঙ্গে জড়িয়ে আছে যা তাকে অনন্য হিসেবে সকলের সামনে তুলে ধরেছে। সাকিব আল হাসানের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় তিনি পার করেছিলেন ২০১৯ বিশ্বকাপে। সেবার অলরাউন্ড পারফরম্যান্স দেখে ব্যাট হাতে ৬ শতাধিক রানের পাশাপাশি ১১ উইকেট শিকার করেছিলেন তিনি।

আরও পড়ুন: এন্ডরিকের প্রথম গোলে ৬ মাস পর জয় পেল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এফএএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট