Connect with us
ক্রিকেট

লিটনসহ ৩ ব্যাটারের ডাক, বড় ব্যবধানে হতে পারে বাংলাদেশের হার

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি- ইএসপিএন

প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটাতেই যেন আজ ক্রিজে নেমেছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দিনের শুরুতে ১২৬ রানে লঙ্কানদের ষষ্ঠ উইকেট পড়ার পর টাইগার বোলারদের হতাশ করে আবারও পুরনো মোড়কে নতুন গল্প লেখা শুরু করেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস জুটি। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও দুজন তুলে নিয়েছেন নিজেদের সেঞ্চুরি।

দিনের শেষ সেশনে ৪১৮ রানে অলআউট হয় শ্রীলংকা। আগের ইনিংসে লিড পাওয়া লঙ্কানরা বাংলাদেশকে দেয় ৫১১ রানের বিশাল লক্ষ্য। যা পূরণ করতে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়তে হবে টাইগারদের। তবে এই বড় লক্ষ্য তাড়া করতে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৪৭ রান তুলতেই শান্তরা হারিয়েছে নিজেদের ৫ উইকেট।

এদিন প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়াও শূন্য রানে আউট হয়েছেন শাহাদাত হোসেন দিপু এবং লিটন কুমার দাস। যেখানে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। দলের ভরসা হয়ে উঠতে পারেননি অধিনায়ক নাজমুল হাসান শান্তও। জাকের হাসান করেছেন সর্বোচ্চ ১৯ রান।

এর আগে গোটা দিন ছিল দুই লঙ্কান ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দখলে। প্রথম ইনিংসেও ৫৭ রানে ৫ উইকেট হারানো দলকে দুই শতাধিক রানের জুটি দিয়ে ভালোভাবে লড়াইয়ে ফিরিয়েছিল তারা। এবারও অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে উঁচুতে টেনে তুলল এই জুটি। দুজনেই তুলে নিয়েছেন দুই ইনিংসে দুটি করে মোট চার সেঞ্চুরি।

dhananjaya de silva and kamindu mendis

ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস

আজ রোববার সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে আসে শ্রীলঙ্কা। আগের দিন ৫ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করা দল এদিন আর ৭ রান যোগ করতেই হারায় নিজেদের ষষ্ঠ উইকেট। এরপর ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস খেলেন ১৭৩ রানের বড় জুটি। সেঞ্চুরির পর আর ৮ রান করে মেহেদি হাসান মিরাজের বলে ধনাঞ্জয়া আউট হলে ভাঙে এই জুটি।

দ্রুত রান করার চেষ্টা চালান কামিন্দু মেন্ডিস। ৬ ছক্কা ও ১৬ চারের ইনিংসে তিনি করেন ১৬৪ রান। শেষ দিকে প্রভাত জয়সুরিয়া ২৫ রান করলে বড় সংগ্রহ পায় সফরকারীরা। ৫১১ রানের জবাবে শেষ বিকেলে ১৩ ওভার ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। তবে কঠিন লক্ষ্য হলেও ক্ষীণ যেই আশা ছিল ক্রিকেট প্রেমীদের মাঝে, তা দিনের শেষ কিছু ওভারেই মিলিয়ে গেছে।

আরও পড়ুন: এন্ডরিকের প্রথম গোলে ৬ মাস পর জয় পেল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট