Connect with us
ক্রিকেট

আইপিএলে অরেঞ্জ ক্যাপ-পার্পল ক্যাপ কেন দেওয়া হয়?

Why is orange cap-purple cap given in IPL
অরেঞ্জ ক্যাপে ক্লাসেন ও পার্পল ক্যাপে মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতার ছাপ দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল)৷ টুর্নামেন্টে অংশগ্রহণ করা দশটি দলেই থাকে নামকরা তারকাদের ছড়াছড়ি৷ ফলে মাঠের ক্রিকেটের প্রায় প্রত্যেক ম্যাচে দলগুলোর মধ্যে প্রতিযোগিতার এক অসীম মনোভাব দেখা যায়৷ এই প্রতিযোগিতায় আবার ভিন্ন স্বাদ যোগ করেছে অরেঞ্জ ও পার্পল ক্যাপ৷

যে কারণে দেওয়া হয় অরেঞ্জ ও পার্পল ক্যাপ

আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের সম্মানার্থে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ দেওয়া হয়৷ ২০০৮ সাল থেকেই আইপিএল এই নিয়ম মানা হচ্ছে৷ টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের জন্য অরেঞ্জ ক্যাপ এবং সেরা উইকেট শিকারীকে দেওয়া হয় পার্পল ক্যাপ৷

অরেঞ্জ ও পার্পল ক্যাপকে ঘিরে টুর্নামেন্টের শুরু থেকেই ক্রিকেটারদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা দেখা যায়৷ ফলে প্রায় প্রত্যেক ম্যাচেই পরিবর্তন হয় অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিকের নাম৷ এভাবে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত যে ক্রিকেটাররা সর্বোচ্চ রান ও উইকেটের মালিক হতে পারবে, তাদের কপালেই জুটবে পরম আরাধ্যের অরেঞ্জ ও পার্পল ক্যাপ৷

আইপিএলে এখন পর্যন্ত অরেঞ্জ-পার্পল ক্যাপের মালিক যারা-

২০০৮ সালে আইপিএলের অভিষেক আসরে প্রথমবারের মতো পার্পল ক্যাপ পেয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভীর৷ রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ১১ ম্যাচে ২২ উইকেট তুলেন।

একই আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের(বর্তমান নাম পাঞ্জাব কিংস) হয়ে ১১ ম্যাচে ৬১৬ সাল করে অরেঞ্জ ক্যাপের মালিক হন অজি ক্রিকেটার শন মার্শ৷

David warner and Chris Gayle in Orange Cap

অরেঞ্জ ক্যাপে ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল। ছবি- সংগৃহীত

প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলে পার্পল ক্যাপের মালিক হন আরপি সিং৷ ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে ১৬ ম্যাচে ২৩ উইকেট নেন তিনি৷ অন্যদিকে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে শচীন টেন্ডুলকার অরেঞ্জ ক্যাপের মর্যাদা পান৷ ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৫ ম্যাচে ৬১৮ রান করেন এই কিংবদন্তী৷ এরপর ২০১১ ও ২০১২ সালে টানা দুইবার অরেঞ্জ ক্যাপের কৃতিত্ব লাভ করেন টি-টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল৷

IPL Purple Cap

পার্পল ক্যাপে যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ শামি। ছবি- সংগৃহীত   

আরও যারা অরেঞ্জ ক্যাপ পেয়েছেন-

ম্যাথু হেইডেন(২০০৯), মাইকেল হাসি( ২০১৩) রবিন উথাপ্পা(২০১৪), ডেভিড ওয়ার্নার(২০১৫, ২০১৭,২০১৯), ভিরাট কোহলি(২০১৬), কেন উইলিয়ামসন(২০১৮), লোকেশ রাহুল(২০২০), রুতুরাজ গায়কোয়াড়(২০২১), জস বাটলার(২০২২) এবং শুভমান গিল(২০২৩)।

যারা পেলেন পার্পল ক্যাপ-

প্রজ্ঞান ওঝা(২০১০), লাসিত মলিঙ্গা(২০১১), মর্নি মর্কেল(২০১২), ডোয়াইন ব্রাভো(২০১৩,২০১৫) মোহিত শর্মা(২০১৪), আন্ড্রু টাই(২০১৮), ইমরান তাহির(২০১৯), কাগিসিও রাবাদা(২০২০), হর্ষল প্যাটেল(২০২১),যুজবেন্দ্র চাহাল(২০২২) এবং মোহাম্মদ শামি(২০২৩)

আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭৭ রান করল হায়দরাবাদ

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট