Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন নিয়ে যা জানা গেল

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশই তাদের বিশ্বকাপের জার্সি ইতোমধ্যে উন্মোচন করে ফেলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, বিশ্বকাপের দল ঘোষণার দিনই টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হবে। কিন্তু বৈশ্বিক আসরটিতে অংশ নিতে সাকিবরা আডও আগেই দেশ ছাড়লেও এখনও বিশ্বকাপ জার্সির দেখা মেলেনি।

প্রতিটি বৈশ্বিক আসরেই জার্সি উন্মোচন অন্যতম বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এবারও যার ব্যতিক্রম নয়। গত ওয়ানডে বিশ্বকাপেও জার্সি প্রকাশের মধ্য দিয়ে দল ঘোষণার প্রক্রিয়ার ইতি টেনেছিল ক্রিকেট বোর্ড। কিন্তু এবারের ক্ষেত্রে ভীষণ মন্থর গতির পরিচয় দিচ্ছে বিসিবি। যদিও বিশ্বকাপের আগে নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে টাইগাররা।

আজ মিরপুরে জার্সি প্রকাশে ধীরগতি নিয়েই কথা বলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ প্রসঙ্গে এই বিসিবি কর্তা বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র সিরিজের আগেই জার্সি উন্মোচন করা। এ বিষয়ে প্রত্যেকটা দেশেরই নিজস্ব পরিকল্পনা থাকে, আমাদেরও আলাদা পরিকল্পনা ছিল। সেজন্যই আমরা কিছুটা অপেক্ষা করছি। কিছুদিনের মধ্যেই আপনারা এটা দেখতে পাবেন বলে আশা করি।’

তবে বাংলাদেশের জার্সি যে আগেই প্রস্তুত করে রাখা হয়েছে সেটিও জানান তিনি, ‘আমাদের জার্সি কিন্তু আগেই প্রস্তুত করা হয়েছে। আমাদের সে সময়ে অনেক খেলা ছিল তাই আলাদা প্ল্যান করেছিলাম। আপনারা জানেন যে কিছু দিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের সিরিজ শেষ হয়েছে।’ টাইগারদের এবারের জার্সিতে কিছু শুভেচ্ছা বাণী রয়েছে বলেও জালাল জানান।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন আগামী ৭ জুন থেকে শুরু হলেও অধিকাংশ দলের আগেই তারা যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। মূলত ২১ মে থেকে স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তাই আগে থেকেই দেশ ছেড়েছে টাইগাররা। পরে ১ জুন ভারতের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষগুলো পর্যায়ক্রমে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

আরও পড়ুন: খারাপ সময়ে প্রধান কোচকে পাশে পেলেন হার্দিক 

ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট