Connect with us
ক্রিকেট

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে এলো হায়দরাবাদ

IPL_Sunrisers Hyderabad vs Punjab Kings
পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। ছবি- সংগৃহীত

আগেই প্লে-অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। তবে শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল প্যাট কামিন্সদের জন্য। আর ঘরের মাঠে সফরকারীদের ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে অরেঞ্জ আর্মিরা। 

রবিবার (১৯ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন প্রবসিমরান সিং। ৪৫ বলে ৭ চার ও ৪ ছয়ের মারে এই রান করেন তিনি।

এছাড়া অথর্ব তাইডে ২৭ বলে ৪৬, রাইলি রুশো ২৪ বলে ৪৯ এবং আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা জিতেশ শর্মা শেষদিকে ১৫ বলে ৩২ রান করেন।

হায়দরাবাদের হয়ে টি নটরাজান চার ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও বিজয়াকন্থ।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই অজি বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে হারায় হায়দরাবাদ। তবে আরেক ওপেনার অভিষেক শর্মা ও নতুন ব্যাটসম্যান রাহুল ট্রিপাথির ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই দুজনের ৩০ বলে ৭২ রানের জুটিতে চালকের আসনে ফেরে হায়দরাবাদ।

দলীয় ৭২ রানে রাহুল ৩৩ রান করে ফিরে গেলে নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে আরো ৫৭ রান যোগ করেন অভিষেক শর্মা। দলীয় ১২৯ রানের মাথায় আউট হয়ে যান তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ৬৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার।

এরপর নিতিশের ৩৭ এবং ক্লাসেনের ৪২ রানের ইনিংসে ভর করে ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় হায়দরাবাদ। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও হার্শাল প্যাটেল।

এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে হায়দরাবাদ। তবে শীর্ষ দুইয়ে জায়গা পাকাপোক্ত করতে দিনের অপর ম্যাচে মুখোমুখি কলকাতা ও রাজস্থানের ওপর নজর রাখতে হবে প্যাট কামিন্সদের।

আরও পড়ুন: আইপিএল থেকে বিদায় নিয়ে মুস্তাফিজকে স্মরণ করলেন চেন্নাই দলপতি 

ক্রিফোস্পোর্টস/১৯মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট