Connect with us
ক্রিকেট

১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়, তলানীতে হার্দিকরা

Mumbai vs Kolkata
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়

চলতি আইপিএলে যেন নিজেদের খুঁজেই পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল রাতে কম রান করেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এতে করে আইপিএলের প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল হার্দিক পান্ডিয়াদের। তবে এখনই হাল ছেড়ে দিচ্ছেন না সেনাপতি।

গত ১২ বছর ধরে মুম্বাইয়ের মাঠ ওয়াংখেড়েতে জয় ছিল না কলকাতার। সেই মাঠেই জিতল শ্রেয়াস আয়ারের দল। ২৪ রানে ম্যাচ জিতল কেকেআর। কলকাতা প্রথমে ব্যাট করে ১৬৯ রান করে। মুম্বাই সেই রান তাড়া করতে নেমে ৭১ রানে ৬ উইকেট হারায়। কলকাতার বোলারদের দাপটে মুম্বাইয়ের মিডল অর্ডার ভেঙে পড়েছিল। এর আগে কলকাতা ব্যাট করার সময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়েছিল।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৫ রানে অলআউট হয় মুম্বাই। মিচেল স্টার্ক ধসিয়ে দেন হার্দিকদের। ৩.৫ ওভারে ৩৩ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নিয়ে ৬ উইকেট ভাগাভাগি করেন বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।

ম্যাচ শেষে হার্দিক প্রশংসা করলেন দলের বোলারদের। মুম্বাই অধিনায়ক বলেন, “ব্যাট হাতে আমরা জুটি তৈরি করতে পারিনি। ধারাবাহিক ভাবে উইকেট হারাই। অনেক প্রশ্ন উঠছে। উত্তর দিতে সময় লাগবে। এখন তেমন কিছু বলার নেই। তবে বোলারেরা দুর্দান্ত খেলেছে। খুব ভাল বল করেছে ওরা।”

এদিকে এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানীতে চলে গেছে মুম্বাই। আর ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুইয়ে রয়েছে কলকাতা। দশ দলের মধ্যে মুম্বাই রয়েছে নয়ে। ১১টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে তারা। পেয়েছে ৬ পয়েন্ট। সেই হিসাবে সমীকরণ বলছে, বাকি তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফে যাওয়া প্রায় অসম্ভব নিতা আম্বানির দলের।

আরও পড়ুন: আইপিএলে আরসিবি-গুজরাট ম্যাচসহ আজকের খেলা (৪ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/০৪মে২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট