Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

Ticket prices for India-Pakistan matches have doubled In the World Cup
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আবারো বেড়েছে। ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বললেই সবার আগে মাথায় আসবে ভারত বনাম পাকিস্তানের লড়াই। এক দশকেরও বেশি সময় ধরে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে আছে। কিন্তু আইসিসির যে কোন বৈশ্বিক আসরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে ক্রিকেট অনুরাগীরা তীর্থের কাকের ন্যায় অপেক্ষায় থাকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। প্রতি বারের ন্যায় এবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। তবে সব সময়ের মত এবারও দর্শকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বী।

অন্য যে কোন ম্যাচের চেয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক বেশি। ফলে দর্শক চাহিদার হিসাব বিবেচনায় রেখে ম্যাচের টিকিটের দামও যেন বেড়েই চলেছে।

স্থানীয় এক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চাহিদার কারণে এই ম্যাচের টিকিটের দাম বেড়ে এখন প্রায় দ্বিগুণ হয়েছে।

এই ম্যাচের টিকিট যখন বিক্রি শুরু করে তখন এর দাম ছিল ১ হাজার ৩০০ ডলার। সেই টিকিটের দাম বেড়ে বর্তমানে ২ হাজার ৫০০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের চেয়ে মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রায় দ্বিগুণ। টিকিটের এত চাহিদার অবশ্য যৌক্তিক কারণও রয়েছে।

যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কানাডায় বিপুল সংখ্যক ভারতীয় ও পাকিস্তানি অভিবাসী বাস করেন। তারা হরহামেশাই নিজেদের দেশে বা বিশ্বকাপে দুই দলের লড়াই উপভোগের সুযোগ পান না।

এবার যেহেতু বিশ্বকাপের মত আসরে দেখার সুযোগ পাচ্ছেন তাই ম্যাচের টিকিট কিনতে সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছেন। এজন্যই টিকিটের দামও বেড়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই অবশ্য বৈশ্বিক আসরে খানিকটা ম্যাড়ম্যাড়ে রূপই ধারণ করে। কেননা এ পর্যন্ত বিশ্বকাপে দু’দলের ৭ বারের দেখায় ৬ বারই জয়ের দেখা পেয়েছে ভারত। পাকিস্তানের একমাত্র জয়টি এসেছে ২০২২ বিশ্বকাপে।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ 

ক্রিফোস্পোর্টস/৪মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট