Connect with us
ক্রিকেট

কোচ হিসেবে দেশীয় তিন ক্রিকেটারকে নিয়োগ দিল বিসিবি

তিন সাবেক ক্রিকেটার। ছবি- সংগৃহীত

দেশের ক্রিকেটে পর্যাপ্ত মানসম্মত কোচ না থাকার কথা প্রায়শই শোনা যায়। আবার যেসব কোচ থাকেন তারা সঠিক পরিচর্যা, দিকনির্দেশনা ও সুযোগের অভাবে হয়ে উঠতে পারেন না বড় কিছু। এবার যেন সেই আক্ষেপ ঘোচাতেই দেশীয় সাবেক ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ করে দিচ্ছে বিসিবি। সেই ধারাবাহিকতায় গেল বোর্ড সভায় তিন টাইগার ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দেয় ক্রিকেট বোর্ড।

ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় যে সকল ক্রিকেটাররি নতুন কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন তারা হলেন– রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলারদের নিয়ে। তুষার ও তারেকের সঙ্গে দীর্ঘমেয়াদি ভাবে বিসিবির চুক্তি হলেও রাজিনের চুক্তিটি কেবল তিন মাসের।

রাজিন সালেহ’র সঙ্গেও দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিল বিসিবি। তবে রাজনের ব্যক্তিগত কারণে সেটি সম্ভব হয়নি। তিন মাসের চুক্তিতে তাঁর বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা। এরই মধ্যে রাজশাহীতে বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সফরেও এইচপি দলের সঙ্গেই যাবেন রাজিন।

বিসিবির কোচিং প্যানেলে দায়িত্ব পাওয়া তুষার ইমরান কাজ করবেন ব্যাটারদের নিয়ে। এছাড়া পেস বোলিং কোচ হিসেবে থাকবেন তারেক। তাদের দুজনের সঙ্গে দীর্ঘ মেয়াদে ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। প্রতি মাসে তারা বেতন বাবদ পাবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা করে। এর আগে প্রিমিয়ার লিগে এই দুই সাবেক ক্রিকেটারের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।

তুষারকে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক। প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে দুজনের সঙ্গেই ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে।

এদিকে শব্দ ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়া নাদিফ চৌধুরীকেও ভিন্ন দায়িত্বে নিয়োগ দিয়েছে বিসিবি। বয়স ভিত্তিক দলে ক্রিকেটার নির্বাচক হিসেবে কাজ করবেন নাফিদ। দেশের হয়ে তিন টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটারকে মাসিক ৬০ হাজার টাকা বেতনের চুক্তিতে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: তবে কি ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন?

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট