Connect with us
ফুটবল

ইউরোপ-আমেরিকা চ্যাম্পিয়ন স্পেন-আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ কবে?

Crifo Finallisima
ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও আমেরিকা সেরা আর্জেন্টিনা এবার খেলবে ‘ফিনালিসিমা’

শেষ হলো ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল সেরার লড়াই। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে শিরোপা জিতেছে স্পেন ও আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন এবার খেলবে ফিনালিসিমা। রবিবার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে স্পেন। আর সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা জিতে আর্জেন্টিনা।

এবার এই দুই মহাদেশের ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। লাতিন আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দুই দলের লড়াইয়ের নাম ‘ফিনালিসিমা’। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ও ইউরোপের সংস্থা উয়েফা ফিনালিসিমা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে। কবে আয়োজন হবে এই ম্যাচ, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা। যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি।

ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি। যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়। ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই।

এর আগে ১৯৮৫ এবং ১৯৯৩ সালে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথম আসরে খেলেছিল ফ্রান্স ও উরুগুয়ে। দ্বিতীয় আসরে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক।

রবিবার রাতে ইউরো কাপের ১৭তম আসরে ১২ বছর পর রেকর্ড চতুর্থবার শিরোপা জেতে স্পেন। কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৩ বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতে।

আরও পড়ুন: গোল্ডেন বুট বাগিয়ে নিলেন মার্টিনেজ, টুর্নামেন্ট সেরা রদ্রিগেজ

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল