Connect with us
ক্রিকেট

টিম ইন্ডিয়ার পাকিস্তানে খেলতে না যাওয়ায় হরভজনের সমর্থন

Harbhajan Singh
হরভজন সিং। ছবি - সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর ২০২৫ সালে ফের বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এবারের টুর্নামেন্টটির আয়োজক হয়েছে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তান। সব ঠিকভাবে চললেও সেখানে খেলতে যাওয়া নিয়ে বাঁধ সেধেছে তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারত। দেশটিতে টিম ইন্ডিয়ার নিরাপত্তা ঝুঁকি রয়েছে জানিয়ে সেখানে দল পাঠাতে রাজি নয় ভারত সরকার।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কি না সে সিদ্ধান্ত মোদি সরকারের হাতে। তারা যদি অনুমতি না দেন তাহলে বিসিসিআইয়ের এখানে কিছুই করার থাকবে না। উল্লেখ্য, দু’দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে গত এক যুগ ধরে দেশ দু’টির ক্রিকেট দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।

আরো পড়ুন : প্যারিস অলিম্পিক বরণ করে নিতে প্রস্তুত সিন নদী

যদিও ঘরের মাটিতে ভারতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির কাছে বারবার ধর্না দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যমান কোন ফল পাওয়া যায়নি। এবার টিম ইন্ডিয়াকে পাকিস্তানে খেলতে পাঠানোর প্রসঙ্গে প্রশ্ন করা হয় ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের স্পিনার হরভজন সিংকে। জবাবে বিসিসিআইয়ের একই সুরে সুর মেলান এই সাবেক ক্রিকেটার।

হরভজন জবাবে বলেন, ‘পাকিস্তানে অবস্থাটা এমন যে সেখানে কিছু দিন পরপরই কিছু না কিছু ঘটে। সেখানে অবশ্যই নিরাপত্তার উদ্বেগ আছে। তাহলে ভারতীয় দল সেখানে কেন খেলতে যাবে? আমি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন করি। আমারও মনে হয় না সেখানে খেলতে যাওয়াটা নিরাপদ দলের জন্য। আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো দলের খেলোয়াড়দের নিরাপত্তা।’

এদিকে পিসিবি জানিয়েছে, টিম ইন্ডিয়ার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে তারা। এমনকি তাদের প্রস্তাবনায় ভারতের গ্রুপ পর্বের সবগুলো খেলা রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এটি দুই দেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় দুই দেশের সমর্থকেরাই মাঠে বসে সহজে খেলা উপভোগের সুযোগ পাবে। এমনকি তারা নাকি নিরাপত্তার জন্য গাদ্দাফি স্টেডিয়ামের নিকটে পাঁচ তারকা হোটেল নির্মাণেরও প্রকল্প হাতে নিয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট