Connect with us
ক্রিকেট

তামিম-আফিফদের নিয়ে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা

Australia tour team announced keeping Tamim-Afif
অস্ট্রেলিয়া সফরের জন্য বিসিবির এইচপি দল। ছবি- সংগৃহীত

আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। এই সফরকে সামনে রেখে আজ বুধবার (১০ জুলাই) এইচপি ইউনিটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন এই সফরে নর্দান টেরিটরি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ এইচপি দল। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে এশিয়া থেকে পাকিস্তান শাহিনসও অংশ নেবে, যারা গত আসরে রানার্সআপ হয়েছিল। গত আসরের চেয়ে তিন দল বেড়ে এবার ৯টি দল অংশ খেলবে। এই টুর্নামেন্টে এইচপি দলের নেতৃত্বে থাকবেন আকবর আলি।

পাশাপাশি ওয়ানডে এবং চারদিনের ম্যাচও রয়েছে। যেখানে ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন আফিফ হোসেন এবং চারদিনের ম্যাচে নেতৃত্বে থাকবেন মাহমুদুল হাসান জয়। পাকিস্তান শাহিনসের সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল।

আরও পড়ুন:

» বিশ্বকাপ ব্যর্থতায় ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি

» আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়! 

এইচপি টি-টোয়েন্টি দল:

আকবর আলী (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসাইন ইমন, জিসান আলম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, মারুফ মৃধা, রিপন মন্ডল।

এইচপি ওয়ানডে দল:

আফিফ হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসাইন ইমন, জিসান আলম, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, মারুফ মৃধা, রিপন মন্ডল।

এইচপি চার দিনের ম্যাচের দল:

মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম,মারুফ মৃধা, রিপন মন্ডল।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট