Connect with us
ক্রিকেট

কলকাতাকে ফাইনালে তুলে ম্যাচসেরার পর যা বললেন স্টার্ক

Crifo Stac
কলকাতাকে ফাইনালে তুলে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক

দেখতে দেখতে প্রায় শেষের দিকে এবারের আইপিএল। এই আসরে ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে খেলা শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। আসরের শুরুর দিকে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও শেষদিকে নিজের জাত চেনাচ্ছেন বাঁহাতি এই পেসার।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষ তার পরিকল্পনার কথা বলেন এই অজি ক্রিকেটার। পুরো আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেডকে ইনিংসের দ্বিতীয় বলে বোল্ড করেন স্টার্ক। হেড আউট হওয়ায় ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে যায় হায়দারাবাদ।

ম্যাচ শেষে সবচেয়ে দামি এই ক্রিকেটার বলেন, ‘আমি জানি হায়দরাবাদ পাওয়ার প্লে-তে কিভাবে ব্যাট করে। পুরো আইপিএল আসরে হেড এবং অভিষেক বিধ্বংসী ব্যাটিং করেছে। এজন্য আমি তাদের বেশি জায়গা দেইনি। যতটুকু সুইং আছে আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। আমি উইকেটে বল রাখার ফল পেয়েছি। হেড আউট হলে ওরা চাপে পড়ে যায়।”

মঙ্গলবার এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়র ম্যাচে কলকাতা এবং হায়দরাবাদ মুখোমুখি হয় আহমেদাবাদে। শুরুতে ব্যাট করতে নেমে ত্রিপাথির ৩৫ বলে ৫৫ রান এবং ক্লাসেনের ২১ বলে ৩২ রানের সুবাদে ১৫৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। কলকাতার হয়ে ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করে মিচেল স্টার্ক এবং ভারুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ারের ঝড়ো ফিফটিতে ৬ ওভার ২ বল বাকি রেখে সহজেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রথম দল হিসেবে ফাইনালে টিকিট পেয়ে যাই কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ সেরা পুরস্কার পান স্টার্ক।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর যে ব্যাখ্যা দিলেন শান্ত

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এইচএ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট