Connect with us
ক্রিকেট

আইপিএল ফেরত মুস্তাফিজের খরচ নিয়ে ভাবছেন না শান্ত

crifosp[orts Fizz Shanto
আইপিএল ফেরত মুস্তাফিজের খরচ নিয়ে ভাবছেন না শান্ত

দীর্ঘদিন ধরে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভোগাচ্ছে বাংলাদেশকে। টপ অর্ডার প্রতিনিয়ত খাদের দিকে ফেলে দিচ্ছে টাইগারদের। যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচেও সেই একই চেহারা। স্বল্প পুঁজির অনেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জিতিয়ে আনলেও গতকাল তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রকে ১৫৩ রানের মধ্যে আটকাতে পারেনি টাইগাররা। ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই টপকে যাই স্বাগতিকরা।

দুর্দান্ত পারফরমেন্স করে সদ্য আইপিএল থেকে আসা মুস্তাফিজ রান দিতে কার্পণ্যবোধ করছেন না। ম্যাচে ব্রেকথ্রু এনে দিতে পারলেও প্রচুর রান খরচ করছে বাঁ-হাতি এই পেসার। এটা টাইগারদের জন্য বেশ চিন্তার কারণ। গতকাল ৪ ওভারে দুই উইকেট নিয়ে ৪১ রান দিয়েছেন কাটার মাস্টার। যা ছিল বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ ইকোনমিক্যাল বোলিং।

ফিজের খরুচে বোলিং নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে ক্রিকেটে এরকম হতেই পারে। আমরা আমাদের পরিকল্পনাকে কাজে লাগাতে পারিনি। মুস্তাফিজ কতটা ভালো আমাদের সবার জানা। মুস্তাফিজের বোলিং নিয়ে আমরা চিন্তিত নই। পরের ম্যাচে আমাদের অবশ্যই দল হিসেবে খেলতে হবে।’

মাঠের বাতাস বোলিংয়ের সময় প্রভাব ফেলেছে বলে শান্ত জানায়,’বাতাস ম্যাচে গুরুত্বপূর্ণ। যখন আমরা এখানে আসি তখনই লক্ষ্য করেছি অনেক বাতাস রয়েছে, যা প্রভাব ফেলতে পারে। আর আমরা এটা জেনেই চেষ্টা করেছি পরিকল্পনা কাজে লাগানোর। তবে আমাদের স্পিনার ভালো করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভার প্ল্যান অনুযায়ী বোলিং করতে পারেনি। আশা করি পরের ম্যাচে ভালো করবে ওরা।’

ম্যাচ হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন শান্ত, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমরা মাঝখানে বেশ কিছু উইকেট হারিয়েছি । যদিও দুর্দান্ত শুরু করেছিলাম, তবে ভালোভাবে শেষটা করতে পারিনি। মাঝের দিকে উইকেট না হারালে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতেও পারত ম্যাচটা।’

তিন ম্যাচের প্রথমটিতে জিতে টি–টোয়েন্টি সিরিজে ১–০ তে এগিয়ে গেলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রেইরী ক্রিকেট কমপ্লেক্সে আগামীকাল (২৩ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: কলকাতাকে ফাইনালে তুলে ম্যাচসেরার পর যা বললেন স্টার্ক

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এইচএ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট