Connect with us
ক্রিকেট

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর যে ব্যাখ্যা দিলেন শান্ত

Crifo Sports Shanto
যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর কী ব্যাখ্যা দিলেন শান্ত

বিশ্বকাপকে সামনে রেখে প্রথমবার যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। লজ্জার হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশি অধিনায়ক বলেন,’ ‘আমি মনে করি আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমরা মাঝের দিকে বেশ কিছু উইকেট হারিয়েছি। যদিও দুর্দান্ত শুরু পেয়েছিলাম, কিন্তু শেষটা ভালোভাবে করতে পারিনি। আরও ২০ রান বেশি করতে পারতাম আমরা যদি মাঝের দিকে উইকেট না হারাতাম। ম্যাচটা তাহলে অন্যরকম হতে পারত।’

টপ অর্ডার ব্যর্থতার কারণ জানাতে গিয়ে এই দলপতি বলেন, এটাকে আমি ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। ভালো উইকেটে খেলিনি জিম্বাবুয়ে সিরিজও। তবে এটা মানসিক বিষয়। আমি আশাবাদি যে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ারে। প্রবাসী বাংলাদেশি দর্শকেরা হতাশ হয়ে ফিরে গেছেন, কারণ আমরা ভালো খেলা উপহার দিতে পারিনি। সামনের ম্যাচে ভালো খেলতে পারবো।’

প্রথমে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের ৩১ রানের সুবাদে টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি পাই। জবাবে ব্যাট করতে নেমে পঞ্চম উইকেট জুটিতে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের ৬২ রান করে ৩ বল হাতে রেখেই স্বাগতিকদের জয়ের প্রান্তে পৌঁছে যায়। ডেথ ওভারে টাইগার বোলাররা ভালো করতে পারেননি বলে উল্লেখ করেছেন শান্ত, ‘স্পিনাররা দারুণ বোলিং করেছে। শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি আমাদের পেসাররা। আশা করি পরবর্তী ম্যাচে ওরা ভালো করবে।’

যুক্তরাষ্ট্রের মাটিতে সুযোগ–সুবিধার ব্যাপারে টাইগার অধিনায়ক উল্লেখ করেন, ‘এসব বিষয় আমার কোনো অজুহাত নেই। যেরকম সুযোগ-সুবিধা আছে আমাদের এগুলোর মধ্যেই খেলতে হবে। আমরা জানি না বিশ্বকাপ শুরু হলে কেমন কন্ডিশন থাকবে। এটা সবাই মানিয়ে নিচ্ছে এবং এটা নিয়ে কারও কোনো অজুহাত নেই।’

সিরিজ শুরুর কয়েকদিন লন্ডভন্ড হয়ে যায় হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স। দ্রুত মাঠ প্রস্তুত করে খেলার উপযোগী করে তোলার গ্রাউন্ডসম্যানদের কৃতজ্ঞতা জানাতে গিয়ে শান্ত বলেন, ‘মাঠ প্রস্তুত করতে এখানকার সবাই অনেক পরিশ্রম করেছে। হয়তো আমাদের আজ খেলা না–ও হতে পারতো। কিন্তু আমরা খেলতে পেরেছি। আমার মনে সামনের ম্যাচগুলোতে মাঠ আরও ভালো থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এইচএ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট