Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

Bangladesh vs USA 1st T20
প্রথম ম্যাচে ৫ উইকেটে হারল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।  সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল স্বাগতিকরা।

মঙ্গলবার (২১) মে সিরিজের প্রথম ম্যাচে  মুখোমুখি হয়েছে দুই দল। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ কমপ্লেক্সে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এদিন বাংলাদেশের সর্বোচ্চ ৫৮ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। ৪৭ বলে ৪ চার ও ২ ছয়ের মারে এই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ৩১, সৌম্য সরকার ১৩ বলে ২০ এবং লিটন দাস ১৪ রান করেছেন।

যুক্তরাষ্ট্রের হয়ে স্টিভেন টেলর ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় ২টি উইকেট শিকার করেন। এছাড়া সৌরভ নেত্রাভালকার, আলি খান ও জসদীপ সিং ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় যুক্তরাষ্ট্র। দলের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেন কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং।  অ্যান্ডারসন  ২৫ বলে ৩৪ ও হারমিত ১৩ বলে ৩৩ রান করেন। এছাড়া স্টিভেন টেলর ২৮ ও অ্যান্ড্রিস গাউস ২৩ রান করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান চার ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৫৩/৬ (২০ ওভার)

যুক্তরাষ্ট্র: ১৫৬/৫ (১৯.৩ ওভার)

ফলাফল: যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী

আরও পড়ুন: হায়দরাবাদকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে কলকাতা 

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট