Connect with us
ক্রিকেট

হায়দরাবাদকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে কলকাতা

IPL_Kolkata beat Hyderabad to secure final
এবারের আসরের প্রথম দল হিসেবে ফাইনালে কলকাতা। ছবি- সংগৃহীত

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ সানরাইজার্স হাদরাবাদের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ২০২১ সালের পর আবারো ফাইনালে উঠেছে কলকাতা। এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে দলটি। 

মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের নরেদ্র মোদি স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় হায়দরাবাদ দলপতি প্যাট কামিন্স। আগে ব্যাট করে নির্ধারিত ১৯.২ ওভারে ১৫৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ৩৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানরুপ হয়নি হায়দরাবাদের। দলীয় ১৩ রানেই দুই ওপেনারকে হারায় দলটি। এরপর একপ্রান্তে রাহুল ট্রিপাথি বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করলেও অপর প্রান্তে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ৩৯ রানের মধ্যেই ৪ উইকেট হারায় অরেঞ্জ আর্মিরা।

এরপর হেনরিখ ক্লাসেন ও রাহুল মিলে বিপত্তি সামাল। এই দুজনের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিলো দলটি। তবে দলীয় ১০১ রানের মাথায় ক্লাসেন ফিরে গেলে ভেঙ্গে যায় তাদের ৬২ রানের জুটি। আউট হওয়ার আগে ২১ বলে ৩২ রান করেন তিনি।

ক্লাসেন ফিরে যাওয়ার অর দারুণ খেলতে থাকা রাহুলও ফিরে যান ৫৫ রান করে। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। আবারো উইকেট হারাতে শুরু করে দলটি। ১২৬ রানেই ৯ উইকেট হারায় তারা। শেষ উইকেটে বিজয়কান্থ কে নিয়ে ৩৩ রান যোগ করেন প্যাট কামিন্স। যার সুবাদে ১৫৯ তুলতে সক্ষম হয় তারা।

কলকাতার হয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। এছাড়া ভরুন চক্রবর্তী ২টি ও চারজন বোলার ১টি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিদ্ধংসী মেজাজে খেলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাহ ও সুনীল নারিন। গুরবাজ ২৩ ও নাইন ২১ রান করে ফিরে যাওয়ার পর ভেঙ্কেটিস আইয়ার ও শ্রেয়াস আইয়ারের ৪৪ বলে ৯৭ রানের জুটিতে সহজেই জিতে নেয় কলকাতা।

ভেঙ্কেটিস ২৮ বলে ৫১ ও শ্রেয়াস ২৪ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন কামিন্স ও নটরাজন।

আরও পড়ুন: বোলিং পরামর্শক হিসেবে ব্রাভোকে নিয়োগ দিলো আফগানিস্তান 

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট