Connect with us
ক্রিকেট

ক্যান্সারে না ফেরার দেশে সাবেক টাইগার কোচ হিথ স্ট্রিক

heath
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। ছবি-সংগৃহীত

চিকিৎসকদের কথাই সঠিক প্রমাণিত হলো! বেশিদিন বাঁচতে পারলেন না ক্যান্সার নিয়ে, চলে গেলেন না ফেরার দেশে। গত মঙ্গলবার না ফেরার দেশে চলে গিয়েছেন সাবেক টাইগার বোলিং কোচ হিথ স্ট্রিক।

এবছরের মে মাসেই হিথ স্ট্রিকের শরীরে ক্যান্সার ধরা পড়েছিলো। কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত স্ট্রিককে চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।

হিথ স্ট্রিক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে ৪৯ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের।

তাঁর মৃত্যুর সংবাদ দিয়ে সাবেক জিম্বাবুয়ান সতীর্থ হেনরি ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার মৃত্যুর খবর এ শেয়ার করেন। ওলোঙ্গা তার টুইটে লেখেন, ‘তোমার সঙ্গে খেলতে পারাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল শেষ হলে অপর প্রান্তে দেখা হবে।’

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে হিথ স্ট্রিকের অভিষেক হয়। জিম্বাবুয়ের জার্সিতে তিনি ১৮৯ ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে সাবেক এই জিম্বাবুইয়ান অলরাউন্ডারের।

একদিনের ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

কোচিং হিসেবেও সফল হিথ স্ট্রিক ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি রুবেলদের-মুস্তাফিজ-তাসকিনদের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : পাকিস্তানের সাথে মাত্র ৫৯ রানেই অলআউট আফগানরা!

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট