Connect with us
ক্রিকেট

মারা যাননি হিথ স্ট্রিক, গুজব ছড়িয়েছে সতীর্থরা

ছবি- সংগৃহীত

মারা যাননি বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক কাপ্তান হিথ স্ট্রিক।

বুধবার সকালে দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানানো সতীর্থ হেনরি ওলোঙ্গা এমন দাবিই করেছেন টুইটারে। অথচ হিথ স্ট্রিকের মৃত্যুর খবর রটিয়েছিলেনও তিনি।

পূর্বের টুইটার পোস্ট মুছে এখন নতুন পোস্ট দিয়ে হিথ স্ট্রিকের বেঁচে থাকার সংবাদও দিয়েছেন তিনি। একই সাথে হিথ স্ট্রিকের সাথে যোগাযোগ মাধ্যম হোয়্যাটস অ্যাপের একটি স্ক্রিনশটও টুইট করেছেন তিনি।

হিথ স্ট্রিকের সাথে সতীর্থ হেনরি ওলোঙ্গার কথোপকথনের স্ক্রিনশট। ছবি-টুইটার

বুধবার বেলা ১১টা নাগাদ ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন। সেটি স্ট্রিকের সঙ্গে তার কথোপকথন বলে দাবি করেছেন তিনি।

ওলোঙ্গা লিখেন, ‘আমি নিশ্চিতভাবে জানাতে চাই, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে, ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে আছে।’

উল্লেখ্য, স্ট্রিকের মৃত্যুর বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি। দেশটির সরকারের কোনো মুখপাত্রও তার মারা যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। কিন্তু জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও স্ট্রিকের সতীর্থ হেনরি ওলোঙ্গার দেওয়া বার্তায় তার মৃত্যুর খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

এমনকি, অনেক আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রিকের মারা যাওয়ার প্রতিবেদন প্রকাশ করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্রিকের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: শেষ দশ মিনিটের তিন গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসের

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট