Connect with us
ক্রিকেট

পাকিস্তানের সঙ্গে মাত্র ৫৯ রানেই অলআউট আফগানরা!

ছবি-ইএসপিএন

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে মাত্র ৫৯ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান। এর আগে ৪৮তম ওভারেই ২০১ রানে আফগানিস্তানের কাছে অল আউট হয়েছিলো পাকিস্তান।

পাকিস্তানের ডানহাতি পেসার হ্যারিস রউফের আগুনে পুড়েছে আফগানরা। ৬.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট একাই নিয়েছেন তিনি।

পঞ্চাশ ওভারের ম্যাচে আফগানিস্তানের সর্বনিম্ন রান ৫৮। ২০১৬ সালে জিম্বাবুয়ে তাদের ওই রানে অলআউট করেছিল। এই ম্যাচে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়েছে রশিদ-গুরবাজরা।

সর্বশেষ এই হাম্বানতোতায় শ্রীলঙ্কায় বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। অলআউট হয়েছিল ১১৬ রানে। এছাড়া গত ছয়-সাত বছরে এতো বড় ব্যাটিং বিপর্যয় দেখিনি সাহসী ক্রিকেট খেলতে থাকা আফগানিস্তান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আয়োজক আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার হাম্বানতোতায় মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। মুজিব উর তিনটি ও রশিদ খান-মোহাম্মদ নবী দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে থামিয়ে দেয়।

পাকিস্তানের হয়ে ইমাম উল ৬১ রানের ইনিংস খেলেন। এছাড়া মিডল অর্ডারে ইফতিখার ৩০ ও শাদাব খান খেলেন ৩৯ রানের ইনিংস।

জবাব দিতে নেমে আফগানিস্তান চতুর্থ ওভারে ৪ রানে হারায় তিন উইকেট। শুরুর তিন ব্যাটার ডাক মেরে ফিরে যান। সেখান থেকে আর উঠতে পারেনি দলটি। আফগানদের হয়ে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এর ১৮ ও আজমতুল্লাহ ওমরজাই এর ১৬ রানের ইনিংস ছাড়া বাকি কেউ দশ রানের ঘরেই ঢুকতে পারেননি।

আরও পড়ুন : এশিয়া কাপ ২০২৩: এবাদতের জায়গায় তানজিম সাকিব

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট