Connect with us
ফুটবল

৯ বছর অপেক্ষার পর মর্যাদার মুকুট রিয়াল মাদ্রিদের

Real madrid
ট্রফি উল্লাসিত রিয়ালের ফুটবলাররা (ছবি- গুগল)

দীর্ঘ ৯ বছর অপেক্ষাটা পর কোপা দেলরের শ্রেষ্ঠত্ব ফিরে পেল রিয়াল মাদ্রিদের। কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে ফের সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছে মর্যাদার এ মুকুট। অপরদিকে প্রথম কোপা দেলরে ট্রফি জয়ের আক্ষেপ আরও বাড়ল ওসাসুনার।

শনিবার রাতে ২০তম কোপা দেলরে জয়ের পথে ওসাসুনা কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে। ম্যাচে দুই ব্রাজিলিয়ানের রসায়ন বেশে জমে উঠে। মাত্র দেড় মিনিটের মাথায় স্কোর বোর্ডে নাম লেখান রিয়ালের রদ্রিগো।

এতে শুরুতেই পিছিয়ে পড়লেও আক্রমণাত্বক ছিল ওসাসুনা। যদিও বিরতিতে যাওয়ার আগেই আগেই ব্যবধান আরও বাড়তে পারত রিয়াল। দাভিদ আলাবার ফ্রি কিকে বাধা হয় ক্রসবার।

পরে দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনা প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখে লুকাস তোরোর গোলে। মৌসুমে স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোলে সমতায় ফেরে ওসাসুনা।

কিন্তু তাদের সেই স্বপ্ন চাপা পড়ে যায় কিছুক্ষণের মধ্যেই। ২-১ গোলে ম্যাচ জেতে রিয়াল মাদ্রিদ। এদিকে রিয়াল মাদ্রিদের সর্বাধিক ২৫ শিরোপা এখন করিম বেনজেমার নামের পাশে।

অপরদিকে লিগ শিরোপা জয়ের রেসে অনেকটাই ছিটকে গেছে রিয়াল। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ এখনো রয়েছে।

আরও পড়ুন: এমবাপ্পেদের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৭মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল