Connect with us
ফুটবল

মেসিকে নিয়ে গুঞ্জন বাড়ছে, যা বললেন আল হিলাল কোচ

Messi al hilal
লিওনেল মেসি ও আল হিলালের কোচ (ছবি- গুগল)

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দল বদল নিয়ে ক্রমেই গুঞ্জন বাড়ছে। বিশেষ করে বর্তমান ফরাসি ক্লাবের সঙ্গে সম্পর্কের ভাটা গুঞ্জনে রসদ জুগিয়েছে। এছাড়া ইউরোপিয়ান গণমাধ্যমেও মেসির দলবদল নিয়ে গুঞ্জন তুঙ্গে।

আর্জেন্টিনাইন বিশ্বকাপজয়ী এ তারকাকে ঘরে ফেরানোর চেষ্টা করছে বার্সেলোনা। এছাড়া আরও একটা গুঞ্জন বেশি চাওর হয়েছে, তা হলো- সৌদি আরবের ক্লাব আল হিলালে মেসিকে পাওয়ার ইচ্ছা। ইতোমধ্যে তারা নাকি মেসিকে ৪০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়ে ফেলেছে!

ইউরোপিয়ান গণমাধ্যমে ভেসে বেড়ানো এমন গুঞ্জনের মাঝে এ নিয়ে মুখ খুলেছেন আল হিলালের কোচ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ রামন দিয়াজ বলেন, আমরা এই মুহূর্তে আমাদের ম্যাচে মনোযোগ দিচ্ছি। সামনে আমাদের একটি ফাইনাল রয়েছে। এরপর আমরা এটা ভেবে দেখবো।

লিওনেল মেসি

আগামী ১২ মে কিং কাপের ফাইনাল খেলবে আল হিলাল। তাই আপাতত সেই ম্যাচটি নিয়েই ভাবছেন কোচ দিয়াজ। তবে তিনি মেসির প্রসঙ্গটি উড়িয়ে দেননি। এ কারণেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মেসির সঙ্গে পিএসজির মনোমালিন্য ও ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি আরবে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হওয়া। এসবকিছুর সমীকরণ মেলাচ্ছেন মেসি ভক্তরা। তবে মেসি যদি সত্যিই আল হিলালে যান তবে আরব ফুটবলে বিরাট পরিবর্তন আসবে সেটা নিশ্চিতই বলা যায়। কারণ আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন আল হিলালের চিরপ্রতিদ্বন্দ্বী আল নাসরের হয়ে। এছাড়া ফুটবলে জীবন্ত দুই গ্রেট মেসি-রোনালদোর উত্তাপ আরবের উত্তপ্ত হাওয়াকেও ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: বিশ্বকাপ সম্ভাবনায় মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুললেন টাইগার অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/৭মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল