Connect with us
ফুটবল

আগামী এক বছরের জন্য এমবাপ্পের ভবিষ্যৎ চূড়ান্ত

Kiliyen Mbappe
গোলের পর কিলিয়েন এমবাপ্পের উল্লাস (ছবি- ট্রান্সফার মার্কেট)

কখনো সৌদি ক্লাব, কখনোবা স্পেনের রিয়াল মাদ্রিদ, কখনো আবার প্রিমিয়ার লিগে যাচ্ছেন- এমন খবর চাউর হচ্ছিলো ফরাসী স্ট্রাইকার কিলিয়েন এমবাপ্পেকে ঘিরে। পিএসজিতে থাকছেন না এমবাপ্পে- এমন শিরোনামও হয়েছিল। কিন্তু না, আগামী এক বছরের এমবাপ্পের ভবিষ্যৎ ঠিকানা চূড়ান্ত হয়েছে।

চুক্তির মেয়াদ সম্পন্ন করতে আগামী বছরও প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) থাকবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।

ফরাসী সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, এমবাপ্পে পিএসজিকে জানিয়েছে, চলতি দলবদলের মৌসুমে পিএসজি ছাড়বেন না। পিএসজির চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। আগামী মৌসুমের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। সঙ্গে এক বছরে বড় অঙ্কের বোনাসও পাবেন।

এদিকে আগামী বছর যদি তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন, সে সময় পারিশ্রমিক অনেক বেশি হবে। এসব চিন্তা করেই হয়তো প্যারিসে থেকে যাওয়ার গো ধরেছেন তিনি।

কিছুদিন আগে পিএসজিকে চিঠি দিয়ে চুক্তি নবায়ন না করার কথা জানিয়েছিলেন ২৪ বছর বয়সী কিলিয়েন। কিন্তু পিএসজি কঠোরভাবে ২টি উপায়ের কথা বলেছিল। হয় চুক্তি নবায়ন, নয়তো ক্লাব ছাড়া। কিন্তু এমবাপ্পের একরোখা সিদ্ধান্তের কাছে হার মেনেছে পিএসজি।

আগামী ১৩ আগস্ট লিগ মৌসুম শুরু করবে পিএসজি। আগামী ১ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে। এরপর আর চাইলেও নতুন ক্লাবে যাওয়ার পথ থাকবে না।

আরও পড়ুন: সাকিবদের ম্যাচ ও প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/‌‌১১আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল