Connect with us
ফুটবল

নেদারল্যান্ডসকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

Spain vs Natherlands
সেমিফাইনাল নিশ্চিত করে স্পেনের মেয়েদের উল্লাস (বায়ে) ও বিদায়ের করুণ সুরে বিমর্ষ ডাচ শিবির (ছবি- গুগল)

নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে স্পেন। ২০১০ বিশ্বকাপে স্পেনের পুরুষ দল শিরোপা জিতেছিল, এবার নারী দলও ছুঁটছে সেই স্বপ্নের ট্রফির দিকে। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মেয়েদের কাঁদিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে স্প্যানিশ গার্লরা।

শুক্রবার (১১ আগস্ট) নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে শিরোপার পথে এগিয়ে গেল স্পেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১১ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেনের মেয়েরা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জয়ের মিশনে এসেছিল গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস। কিন্তু প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার খেলতে নামা স্প্যানিশ মেয়েরা সেই মিশন ব্যর্থ করে দিয়েছে।

ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত গোল দিতে পারেনি দুই দল। অ্যাসিস্টেন্স রেফারির সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে ৮১ মিনিটে ম্যারিওনা গোল করে শুরুতে এগিয়ে যায় স্প্যানিশ মেয়েরা। আর ম্যাচের শেষ সময়ে ৯১ মিনিটে গোল শোধ করে খেলায় উত্তেজনা যোগ করেন স্টেফানি গ্রেগট।

৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ১১১ মিনিটে লং পাস থেকে পাওয়া বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ১৯ বছর বয়সী সালমা চেলেস্তা। বদলী হিসেবে নেমে বিশ্বকাপের প্রথম গোল করে দলকে নিয়ে যান সেমিতে। শেষ বাঁশি বাজার সাথে সাথে কান্নায় লুটিয়ে পড়ে ডাচ মেয়েরা। আর উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ গার্লরা।

আরও পড়ুন: আগামী এক বছরের জন্য এমবাপ্পের ভবিষ্যৎ চূড়ান্ত

ক্রিফোস্পোর্টস/‌‌১১আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল