Connect with us
ক্রিকেট

কিউইদের নিয়ন্ত্রিত বোলিং এ ইংল্যান্ডের সংগ্রহ ২৮২

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। ছবি- গুগল

২০১৯ বিশ্বকাপ যেখানে শেষ হয়েছিল, ২০২৩ বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু হলো। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠলো ভারত বিশ্বকাপের। তবে এই আসরের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচের ব্যাটিং অতোটা আশানুরূপ হলো না। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮২ রানে থামতে হয়েছে তাদের।

শুরুতে টসে জিতে ইংলিশদের ব্যাটিং এ পাঠায় গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। তবে ইংল্যান্ডের হয়ে জো রুট ছাড়া আর কেউই পঞ্চাশোর্ধ ইনিংস খেলতে পারেননি। তার ৭৭ রানে ভর করেই ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করিয়েছে ইংল্যান্ড।

আজ নিউজিল্যান্ডের হয়ে ক্যাপ্টেনসি করছেন উইকেট কিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। আগেই জানা গিয়েছিল, উদ্বোধনী ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং বোলার টিম সাউদি। ইংলিশদের গত বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসও ইন্জুরির জন্য আজ খেলছেন না।

আরও পড়ুন: পিএসজিকে গোল বন্যায় ভাসাল নিউক্যাসেল

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট