Connect with us
ক্রিকেট

দর্শক খরায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ!

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক খরা। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয় দুই পরাশক্তি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালিস্টও এই দুই দলই। এরপরও প্রথম ম্যাচে দর্শক টানতে ব্যর্থ হলো ভারত। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরে ৪-৫ হাজার দর্শক থাকলেও ম্যাচের শুরুতে দর্শক ছিল আরও কম।

ম্যাচের আগের দিন টিকেট বিক্রির হার দেখেই অবস্থা বুঝতে পেরেছিলো আয়োজক কমিটি। এজন্য পরে তারা দর্শক বাড়ানোর উদ্দেশ্যে নারীদের জন্য ৪০ হাজার ফ্রি টিকেট দেয়ার ঘোষণা দেন। এরপরও আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হলো ম্যাচটি।

উল্লেখ্য, হাইভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ভেন্যু ঠিক করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বের অন্যতম বড় স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ওয়ানডে ক্রিকেটে গড়ে ১৫ থেকে ১৮ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখে। আজকের (বৃহস্পতিবার) ম্যাচেও ১৫ হাজারের উপর দর্শক এসেছে কিন্তু এই স্টেডিয়াম অনেক বড় হওয়ায় গ্যালারি বেশি ফাঁকা মনে হয়েছে। তারা আরেকটি যুক্তি দাঁড় করিয়েছে যে, অত্যধিক গরমও এই অবস্থার কারন হতে পারে।

দর্শক খরার বিষয়ে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজক ভারতকে।

আরও পড়ুন: সুপার ওভারের যে নাটকীয় নিয়ম আর থাকছে না

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট