Connect with us
ক্রিকেট

সুপার ওভারের যে নাটকীয় নিয়ম আর থাকছে না

সুপার ওভার বিতর্ক
সুপার ওভার বিতর্ক। ছবি- গুগল

সাধারণত ক্রিকেটে নকাউট পর্বে উভয় দলের রান সংখ্যা সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু সুপার ওভারেও যদি রান সংখ্যা সমান থাকে তখন কী হবে?

ওডিআই বিশ্বকাপের গত আসরটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। আর সেই আসরে একটি বড় প্রভাব ফেলেছিল সুপার ওভার।

গত বিশ্বকাপ আসরের ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উভয় দলের ইনিংস শেষে রান সংখ্যা সমাম হয়ে যায়। তারপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে সুপার ওভারেও রান সংখ্যা সমান হওয়ায় বেশি বাউন্ডারি হাকানোর সুবাদে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করায় আজও আইসিসির এই নিয়ম নিয়ে সমালোচনা হয়।

গতকাল বিশ্বকাপকে সামনে রেখে একটি ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে একজন রিপোর্টার রোহিত শর্মাকে প্রশ্ন করে , ‘ গত আসরে দুই দলের রান সুপার ওভারের পর সমান হওয়া সত্বেও দুই দলকে চ্যাম্পিয়ন না করে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করা হলো কেন? এ বিষয়ে আপনার মতামত কি? ‘

রোহিত শর্মা এই প্রশ্নটি বিরক্তির ভঙ্গিতে এড়িয়ে গেলেও এর উত্তর আরো আগেই দিয়ে দিয়েছে আইসিসি।

এত আলোচনা সমালোচনা হওয়ার পর সে বছরই আইসিসি তড়িঘড়ি করে নিয়ম বদলে ফেলে। তাই এবার নতুন নিয়মে হবে ওডিআই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ। যাতে ম্যাচ ড্র হওয়ার কোনরকম সুযোগ থাকছে না।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী শুধু একবার বা দুইবার নয় যতবার ম্যাচ ড্র হবে ততবারই সুপার ওভার হবে। ফলাফল না আসা পর্যন্ত খেলা চলতেই থাকবে। দুই দলকে সমান সুযোগ দেওয়া এবং বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

সুপার ওভারে সাধারণত এক ওভার করে খেলার সুযোগ পায় উভয় দল। এর নিয়ম অনুযায়ী তিনজন ব্যাটার এবং একজন বোলার খেলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল সুপার ওভারে প্রথমে ব্যাট করবে।

আজ পরেই পর্দা উঠতে যাচ্ছে ওডিআই বিশ্বকাপের ১৩ তম আসরের। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

আরও পড়ুন: আমাদের কাছে এবার দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি: সাকিব

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/বিটি/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট