Connect with us
ক্রিকেট

আমাদের কাছে এবার দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি: সাকিব

বিশ্বকাপ নিয়ে সাকিব আল হাসান
অধিনায়ক সাকিব আল হাসান। ছবি- গুগল

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ভারতে অবস্থান করছে। ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বা ভারতে গিয়েও বিশ্বকাপ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগে আজ আইসিসির আয়োজনে ‘ক্যাপ্টেন্স মিট’ এ যোগ দেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। সেখানেই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা এবং দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশার কথা উঠে আসে সাকিব আল হাসানের কণ্ঠে।

এ নিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে আসা সাকিব জানান, গত বিশ্বকাপের পর থেকে আমরা ভালো ছন্দে আছি। ওয়ানডে সুপার লিগে আমরা খুব সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থ ছিলাম। আগের যে কোন বিশ্বকাপের চেয়ে এবারে দেশের মানুষ আমাদের থেকে বেশি কিছু প্রত্যাশা করছে। আমারও মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত। আমাদের চেষ্টা থাকবে, বিশ্বকাপে দল হিসেবে ভালো কিছু করে দেখানোর।

২০১৯ বিশ্বকাপে ব্যক্তিগতভাবে দুর্দান্ত ছিলেন সাকিব। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে করেছিলেন ৬০৬ রান যেখানে দুইটি সেঞ্চুরির সাথে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছিলেন।

এবারের আসরেও তার প্রতি দেশের ভক্তদের প্রত্যাশা অনেক। প্রত্যাশার চাপে আছেন কি না এমন প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডারের জবাব,” আমি কখনোই ব্যক্তিগত রেকর্ডের দিকে তাকিয়ে ক্রিকেট খেলিনি, আমার কাছে দলই সবার আগে। সব সময়ে দলের হয়ে অবদান রাখতে চেয়েছি। এখানে চাপের কিছু নেই। দেশের মানুষের প্রত্যাশা আমার জন্য বরং অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এবারেও বিশ্বকাপে ভালো কিছু করার চেষ্টা করবো।”

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

আরও পড়ুন: এবার ক্যাপ্টেন্স মিটে ঘুমিয়ে পড়ে হাস্যরসের জন্ম দিলেন বাভুমা

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট