Connect with us
ফুটবল

পিএসজিকে গোল বন্যায় ভাসাল নিউক্যাসেল

পিএসজিকে হারালো নিউক্যাসেল
নিউক্যাসেলের কাছে হারলো পিএসজি। ছবি- গুগল

চলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের খেলা। গতরাতে বার্সেলোনা, অ্যাথলেটিকো ও ম্যানসিটির মতো বড় বড় দলগুলো জয় পেলেও বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২৩-২৪ মৌসুমে সবচেয়ে কঠিন গ্রুপ সম্ভবত গ্রুপ – এফ। এই গ্রুপে রয়েছে পিএসজি, ডর্টমুন্ড, এসি মিলান এবং নিউক্যাসেল। সবগুলো দলই খুব ভালো ফর্মে রয়েছে। তাই এই গ্রুপের লড়াইগুলোও হবে হাড্ডাহাড্ডি।

গত রাতে নিউক্যাসেলের ঘরের মাঠে পাত্তাই পায়নি পিএসজি। সেইন্ট জেমস পার্কে ৪-১ গোলে বিধ্বস্ত হয় দলটি। শুরু থেকেই স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছিল না পিএসজি।

ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আলমিরন। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল হজম করে পিএসজি। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় নিউক্যাসেল। ম্যাচের ৫৬ মিনিটে হারনান্দেজের গোলে ব্যবধান কমলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। ৯১ মিনিটে আরো একটি গোল খায় তারা এবং শেষ পর্যন্ত ৪-১ গোলে শেষ হয় ম্যাচটি। এই জয়ের মধ্য দিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ এর টেবিল টপার নিউক্যাসেল।

লীগের অন্য আরেকটি ম্যাচে লেইপজিগকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত করে সিটি জায়ান্টরা। দুই ম্যাচের দুইটিতেই জয় নিয়ে গ্রুপ-জি এর শীর্ষস্থানে রয়েছে ম্যানসিটি। সিটির হয়ে একটি করে গোল করেন ফিল ফোডেন, আলভারেজ ও ডোকু।

এছাড়া দুই স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো ও বার্সেলোনাও জয় পায় গতরাতে। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফেরান টরেস। আর ফেইনুর্ড এর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ।

অপরদিকে ইতালিয়ান ক্লাব লাজিও ২-১ গোলে সেল্টিককে হারালেও ডটমুন্ডের বিপক্ষে ড্র নিয়ে ম্যাঠ ছাড়তে হয় এসি মিলানকে।

আরও পড়ুন: বাংলাদেশ ফুটবলে এমন ন্যাক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেনি

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/বিটি/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল