Connect with us
ফুটবল

ইউরোপা লিগে জয় পেয়েছে রোমা এবং লিভারপুল

liverpool win in europa league
গোলের পর লিভারপুলের ফুটবলারদের উল্লাস। ছবি- রয়টার্স

আজ বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেইন্ট গিলোস এর মুখোমুখি হয়েছিল লিভারপুল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। নতুন চুক্তিবদ্ধ হওয়া রায়ান গ্রাভেবার্খের গোলে লিড পায় লিভারপুল।

৪৪ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের দূরপাল্লার শট অ্যান্থনি মরিস ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল মিস করেননি এ মিডফিল্ডার। গোল ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক আক্রমণ করে যাচ্ছিল সালাহরা। কিন্তু প্রতিপক্ষ দলের রক্ষণ ভেদ করতে পারছিলেন না।

অবশেষে ডিওগো জোতা দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে জালে বল পাঠালে জয় নিশ্চিত হয়ে যায়। কাউন্টার অ্যাটাকে বক্সের ভেতর থেকে মরিসকে পরাস্ত করে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে এখন লিভারপুল।

অপর এক ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমা সার্ভেটকে হারায় ৪-০ গোলের বিশাল ব্যবধানে। ইতালির স্ট্রাইকার বলোত্তি করেন ২ টি গোল। এই জয়ের মধ্য দিয়ে ২ ম্যাচে ২ জয় নিয়ে ‘জি’ গ্রুপের ২য় অবস্থানে রয়েছে রোমা।

আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল