Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

crifo BD IND
এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ভালো কিছুর আশা নিয়ে চীনে গিয়েছিলো বাংলাদেশ। তবে সোনা ও রূপা জেতা হচ্ছে না তাদের। কেননা এরই মধ্যে সেমিফাইনালে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে আফিফ-সাইফরা। তবে এই হারেও পদক জয়ের আশা শেষ হয়নি। আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতলে ব্রোঞ্জ জিতবে সাইফের দল।

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে কোনো সুযোগই দেননি ভারতের দুই ব্যাটার তিলক ভার্মা ও ঋতুরাজ। বিনা রানে ওপেনার জয়সওয়াল ফিরে গেলেও ভারতের কোনো বিপদ হয়নি। ঋতু ও তিলকের ঝড়ে ৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

ঋতু ২৬ বলে ৪০ এবং তিলক ২৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন দুজন।

এর আগে শুক্রবার সকাল সাতটায় গুয়াংজুতে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ৯৬ রান তোলে বাংলাদেশ। মাত্র তিন জন ব্যাটারের ব্যাট থেকে ডাবল ফিগারের রান আসে। জাকের আলী ২৯ বলে ২৪, পারভেজ ইমন ৩২ বলে ২৩ এবং রকিবুল ৬ বলে ১৪ রান করেন।

ভারতের হয়ে বল হাতে সাই কিশোর ও ওয়াশিংটন সুন্দর। কিশোর ১২ রানে ৩টি এবং সুন্দর ১৫ রানে ২টি উইকেট নেন। এছাড়া আর্শদ্বীপ, রবি বিষ্ণুই, তিলক ভার্মা ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট