Connect with us
ক্রিকেট

গ্রুপ পর্বে ইন্দো-পাক ম্যাচে ফাইনালের উত্তেজনা

রোহিত ও বাবর। ছবি- গুগল

বিশ্বকাপ কিংবা অন্য যে কোনো টুর্নামেন্টের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হয় ভারত-পাকিস্তানের। রাজনৈতিক বৈরিতাকে ছাপিয়ে এখন যেন দুদেশের ক্রিকেট যুদ্ধ চলে গেছে সব কিছুর উর্ধ্বে। তাই ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই যেন ভক্ত সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞরাও আগ্রহী হয়ে উঠেন।

এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে সবাই। আগামী ১৪ অক্টোবর পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। এর পূর্বে তাদের খেলতে হবে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এ দুই ম্যাচ ছাপিয়ে  সকলের আকর্ষনের কেন্দ্র যেন সেই ভারতের বিপক্ষে ম্যাচেই।

আগামীকাল পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের সাথে। আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের দুটি ম্যাচ বাদ দিয়ে কথা হয়েছে ভারতের ম্যাচ নিয়েও।

পাকিস্তানের কোচ মিকি আর্থার বলছেন, ‘ভারতের সাথে খেলতে আমরা উদগ্রীব হয়ে আছি। ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ হতে চলেছে।’

জমজমাট লড়াইয়ের আশা করে তিনি জানান, ‘ভারত এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে, আমরাও খেলছি। তাই এটা একটা জমজমাট লড়াই হতে চলেছে।’ তবে সে ম্যাচের পূর্বে বাকি ম্যাচ দুটিতেও জয় পেতে চায় পাকিস্তান।

এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদ স্টেডিয়াম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে (ইংল্যান্ড-নিউজিল্যান্ড)  দর্শক শূন্য চোখে পরেছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠটি যে কানায় কানায় পূর্ণ থকবে তা ধারনা করে নেয়াই যায়।

রও পড়ুন: ইংলিশ বোলারদের পাত্তাই দিল না কিউইরা, প্রথম ম্যাচে বড় জয়

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এমকে/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট