Connect with us
ক্রিকেট

ইংলিশ বোলারদের পাত্তাই দিল না কিউইরা, প্রথম ম্যাচে বড় জয়

ছবি- গুগল

এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে চ্যাম্পিয়নদের ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রর জোড়া সেঞ্চুরি ও ২৭৩ রানের রেকর্ড জুটিতে পরাস্ত হয় ইংলিশরা। 

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। সিদ্ধান্তটা সঠিক তা প্রমাণ করতে বেশি দেরি করেনি নিউজিল্যান্ডের বোলাররা।

ইংল্যান্ড ওপেনিংয়ে ৪০ রানের জুটি পেলেও এরপরে নিয়মিত উইকেট হারাতে থাকে। ওপেনিংয়ে নামা ডেডিভ মালান ১৪ ও জনি বেয়ারস্টো ৩৩ রান করে আউট হন। এরপর হ্যারি ব্রুক (২৫) মঈন আলী (১১) ও তেমন সুবিধা করতে পারে নি। তবে জো রুট এবং অধিনায়ক জস বাটলার ৭৮ রানের জুটি করে বিপর্যয় সামাল দেন। বাটলার ৪২ বলে দুই চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন অভিজ্ঞ জো রুট।

এরপর আর নিজেদের তেমন ভাবে মেলে ধরতে পারেন নি কোনো ব্যাটার। লিয়াম লিভিংস্টোন (২০) ও  স্যাম কারেন (১৪), আদিল রশিদ (১৫) ও মার্ক উডের (১৩) ছোট ছোট সংগ্রহের সাহায্যে ২৮২ রানে ৯ উইকেটে ১ম ইনিংস শেষ করে ইংল্যান্ড। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হেনরি। 

জবাবে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কাছে অবশ্য টিকতেই পারেনি ইংলিশ বোলাররা। দলীয় ১০ রানের সময় গোল্ডেন ডাক মারেন ওপেনার উইল ইয়ং। স্যাম কুরান এর বলে ক্যাচ নেন বাটলার। তবে এরপর বোলারদের তুলোধুনো করে কিউই দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্র। তারা দুজনেই তুলে নেন সেঞ্চুরি, গড়েন ২৭৩ রানের রেকর্ড জুটি।

কনওয়ে খেলেন ১২১ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। ১৯টি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। কেন উইলিয়ামসনের অনুপুস্থিতে তিনে সুযোগ পাওয়া তরুণ অলরাউন্ডার রবিন্দ্র ১১টি চার ও ৫ টি ছক্কায় ৯৬ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। ম্যান অব ম্যাচও নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন: দর্শক খরায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ!

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এমকে/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট