Connect with us
ক্রিকেট

ডোনাল্ডের পর সাকিবদের দায়িত্ব ছাড়লেন আরেক বিদেশিও

এভাবে মিরাজ-মুস্তাফিজদের সঙ্গে দেখা যাবে না চন্দ্রশেখরনকে (মাঝে গোল চিহ্নিত)

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ হতে এখনোও এক ম্যাচ বাকি। এর আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছেন বিদেশি কোচিং স্টাফরা। এবার কোনো রাখঢাক না রেখেই বাংলাদেশ দলকে বিদায় বলেছেন ক্রিকেট এনালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন। এর আগে বৃহস্পতিবার দলের পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার কথা জানিয়েছেন।

হতাশার বিশ্বকাপ মিশন পার করছে টিম টাইগার। হাতে এখনো বাকি এক ম্যাচ। এরই মাঝেই ওলট-পালট হতে শুরু করেছে বাংলার ক্রিকেট। দলকে বিদায় বলতে শুরু করেছেন দায়িত্বশীল অনেকেই। আগেই গুঞ্জন ছিল বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাসন। যার সত্যতা মিলল তার ফেসবুক পেজে।

বিদায়ের আগে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আবেগঘন বার্তা দিয়েছেন এই ভারতীয় বিশ্লেষক। তিনি বলেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে আমি আগামীকাল অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাবো। এই পথচলা শেখার, স্মৃতি, এবং উত্থান-পতনের ছিল। যা আমি আমার বাকি জীবনের জন্য কাজে লাগাব।’

তার ওপর আস্থা রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, খেলোয়াড়, কোচ, অধিনায়ককে আমার ওপর আস্থা রাখার জন্য এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও যোগ করেন, মিডিয়া এবং ভক্তদের বলবো, গত কয়েক সপ্তাহ কঠিন সময় ছিল। কিন্তু আমি নিশ্চিত যে দল এখান থেকে ঘুরে দাঁড়াবে! আপনারা সবসময় তাদের সমর্থন করতে থাকুন! বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে।

প্রায় পাঁচ বছর বাংলাদেশ দলের হয়ে শ্রীনিবাস এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ২৫ টেস্ট, ৭৫টি-টোয়েন্টি, ও ৮৩টি ওয়ানডে ম্যাচে।

আরও পড়ুন: বাংলাদেশ নারী দল ও বিশ্বকাপের ম্যাচসহ আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এসএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট