Connect with us
ক্রিকেট

ওই ঘটনার পর ডোনাল্ড বললেন ‘হ্যাঁ আমি বাড়ি ফিরে যাচ্ছি’

Donald

মাঠে খেলছে বাংলাদেশ, আর বাউন্ডারি লাইনে বসে খুটিয়ে খুটিয়ে দেখেন যে মানুষটা, কখনো পানি নিয়ে বসে থাকেন, কখনো বোলারকে ডেকে সীমানার বাইরে থেকে দেন টিপস। গত এক বছর এমন দৃশ্য বারবার দেখা গেছে বাংলাদেশের খেলার সময়। তবে আর এক ম্যাচ পর এমন দৃশ্য আর দেখা যাবে না।

এতোক্ষণ বলছি- বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কথা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি করছেন না তিনি। বোর্ড কর্মকর্তাদের প্রতি এক রাশ হতাশা নিয়ে তিনি জানিয়েছেন- বিশ্বকাপে শেষ ম্যাচের পর বাংলাদেশের সঙ্গে আর থাকছেন না। চরম হতাশা নিয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি।’

বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পেসারদের দৃশ্যমান উন্নয়নের কারণে তাকে চুক্তি নবায়ন করা হবে বলেও অনুমান করা হয়েছিল। কিন্তু না, সম্প্রতি এমন কিছু ঘটেছে- যার কারণে তিনি আর নিজেই থাকবেন না।

গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট নিয়ে নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাতকার দেন ডোনাল্ড। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়। পরে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, বৃহস্পতিবারেরসভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন।

ডোনাল্ড নিশ্চিত করেছেন- তিনি আর থাকছেন না। তিনি বলেন, আমি জানি কে এই সভায় ছিলেন, আমি জানি এটা কে। যেভাবে এটা বর্ণনা করা হলো তা বিরাট ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশে আমার অধ্যায় শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।

বাংলাদেশের পেস বোলিং গ্রুপ নিয়ে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী বলেন, ওরা ছিলো আমার বন্ধুর মতন। তারা প্রথম দিন থেকে আমার আপন হয়ে গিয়েছিলো। ইবাদত, খালেদ, তাসকিন এদের মত দুর্দান্ত এক পেস বোলিং গ্রুপের সঙ্গে কাজ করা আমি উপভোগ করেছি।

এর আগে ২০২২ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব থাকলেও ফেব্রুয়ারিতে মেয়াদ বাড়িয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়। বিশ্বকাপের মাঝেই বেজে উঠলো বিদায়ের সুর।

আরও পড়ুন: নির্বাচক প্যানেলে পরিবর্তন চান আশরাফুল, সুযোগ পেলে হবেন নির্বাচক

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট