Connect with us
ক্রিকেট

টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে ভারত

india los West indies
সঞ্জু স্যামসনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলছেন ক্যারিবীয় উইকেটরক্ষক (ছবি- ক্রিকইনফো)

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পরে টি-টোয়েন্টি সিরিজে ঘুড়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জয়ের পরে রুদ্ধশ্বাস তোলা দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ক্যারিবীয়রা।

রবিবার (৬ আগস্ট) রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে যায় টিম ইন্ডিয়া। তিলক ভার্মার হাফ সেঞ্চুরির উপর ভর করে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫২ রান তোলে হার্দিক পান্ডিয়ার দল।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে, প্রথম ওভারেই উইকেটে আসা সাবেক অধিনায়ক নিকোলাস পুরানের ৪০ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ম্যাচে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তার ইনিংসটি সাজানো ছিলো ৬টি চার ও ৪টি ছক্কায়।

দলকে ম্যাচে ফিরিয়ে আনতে প্রথমে, রোভম্যান পাওয়েলকে নিয়ে ৩৭ বলে ৫৭ রানের জুটি গড়েন পুরান। এরপর, শিমরন হেটমায়ারকে নিয়ে ২৫ বলে ৩৭ রানের জুটি পুরানের। ১৯ বলে ২১ রান করে ফেরেন পাওয়েল।

৬ ওভারে দরকার ২৭ রান, হাতে উইকেট ৫টি। এমন সমীকরণে দাঁড়িয়ে আবারও খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পরের ১২ বলে মাত্র ৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে আবারও খাদের কিনারায় চলে যায় স্বাগতিকরা।৫ উইকেটে ১২৬ থেকে দেখতে না দেখতেই হয়ে যায় ৮ উইকেটে ১২৯!

২৪ বলে ২৪ রানের সমীকরণ মিলাতে গিয়ে আকিল হোসেন ও আলজারি জোসেফের দৃড়তায় ২ রানের জয় পায় স্বাগতিকরা। শেষ ১২ বলে দরকার ছিলো ১২ রান। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে দেয় জোসেফ। ওভারের চতুর্থ বলে চার মেরেই ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দেয় আকিল।

ফলে, ১৫৩ রানের লক্ষ্যটা ২ উইকেট ও ৭ বল হাতে রেখে ছুঁয়ে  ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

অবিচ্ছিন্ন নবম উইকেটে ২৬ রান যোগ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া আকিল ১০ বলে ১৬ ও জোসেফ করেছেন ৮ বলে ১০ রান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দারুণ খেলা নিকোলাস পুরান।

আরও পড়ুন: দুই দেশের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যে ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৩/এজে/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট