Connect with us
ক্রিকেট

ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়লো আরব আমিরাত

ইতিহাস গড়ার পর এভাবেই উল্লাসে মাতে আরব আমিরাতের ক্রিকেটাররা (ছবি- ক্রিকইনফো)

পুচকে দল হিসেবেই খ্যাত আরব আমিরাত। বিশ্ব ক্রিকেটে বিচরণ অনেক দিনের হলেও মাঠে সেভাবে সাফল্য পায়নি দলটি। তবে এবার যেন একটু জোর চেষ্টা চালাচ্ছে আমিরাতের ক্রিকেটাররা। তার ফলও মিললো মাঠে। রচিত হলো ইতিহাস। প্রথমবারের মতো তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে।

শনিবার (১৯ আগস্ট) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। ১৪২ রানের টার্গেট ২৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে আমিরাত। এতে করে সিরিজে ১-১ সমতা ফিরলো।

আগে ব্যাটিং করে মার্ক চ্যাপম্যানের ৬৩ এবং ক্যাড বয়েস (২১) ও জিমি নিশামের (২১) মোটামুটি রানে ১৪২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। আফজাল খান ২০ রানে ৩টি এবং জাওয়াদুল্লাহ ১৬ রানে দুটি উইকেট নেন।

২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়াসিম (ছবি- ক্রিকইনফো)

২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়াসিম (ছবি- ক্রিকইনফো)

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো রান করার আগেই অরন্য শর্মা ফিরে গেলে ম্যাচ হারের আশঙ্কা দেখা দেয় আমিরাত শিবিরে। কিন্তু কিন্তু দলনায়ক ওয়াসিমের ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস সেই শঙ্কা উড়িয়ে দেয়। বৃত্ত অরবিন্দ ২৫, আসিফ খান অনবদ্য ৪৮ ও বাসিল খান ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আমিরাতের প্রথম জয় এটি। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে একবার ১৯৯৬ বিশ্বকাপে। সেবারও হেরেছিল আর দুদিন আগে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল। কিন্তু আজকের জয়ে আমিরাতে উল্লাসের সাথে রচিত হলো ইতিহাস।

আরও পড়ুন: লাল কার্ড দেখা ম্যাচেও বড় জয় পেলো মোহাম্মদ সালাহরা

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট