
আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার লক্ষ্যে বাংলাদেশে আসার কথা ছিল ভারত জাতীয় দলের। তবে এই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরবর্তী কোন সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসতে চায় ভারত। বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৩ আগস্ট থেকে মিরপুর ও চট্টগ্রামে ভারতের বিপক্ষে এই সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছিল। গতকাল রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছেন আপাতত বাংলাদেশে আসছে না ভারত।
বাংলাদেশে ভারতের সফর নিয়ে বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে। আলোচনা এখনো শেষ হয়নি। আমরা আশাবাদী, ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সফরটি সফলভাবে আয়োজন করা যাবে।’
আরও পড়ুন:
» মিলানকে হারিয়ে কোয়ার্টারে আরেক ব্রাজিলিয়ান ক্লাব
» ক্লাব বিশ্বকাপে রিয়ালের নকআউট ম্যাচসহ আজকের খেলা (১ জুলাই ২৫)
এতে করে আগস্টে বাংলাদেশের মাটিতে ভারতের সাদা বলের সিরিজটি কার্যত খেলা অনিশ্চিত। জানা গেছে দেশটির সরকারের অনুমতি ছাড়া এই সফরে আসার সুযোগ নেই ভারত জাতীয় দলের। এমনকি চলতি মাসে ভারত নারী ফুটবল দলের বাংলাদেশের সফর করার কথা থাকলেও সেটি বাতিল।
তবে ভারত এই সফরে না এলেও বাংলাদেশে আসতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। মিরপুরে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২২, ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন দলটির সিনিয়র তিন তারকা—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি।
ক্রিফোস্পোর্টস/১ জুলাই২৫/এফএএস
