Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের ধারাভাষ্যে ভারতের ১১ জন, বাংলাদেশের শূন্য

asia_cup_2023
বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান (মাঝে)। ছবি-সংগৃহীত

আগামী ৩০ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার ক্রিকেটের সবথেকে বড় আসর এশিয়া কাপ। এশিয়া কাপের ভেন্যু নিয়ে ইতোমধ্যেই হয়ে গিয়েছে নানা ধরনের নাটক,আলোচনা-সমালোচনা। তবে এবারের খবর বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ হলেও ভারতের জন্য সুখবর।

কারণ, আসন্ন এশিয়া কাপে যে ১৯জন ব্যক্তি ধারাভাষ্য দিবেন তাদের মধ্যে নেই বাংলাদেশি কেউই! তবে ভারতের জন্য গলা ফাটাবেন ১১ জন!

এছাড়াও পাকিস্তান থেকে থাকছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪জন এবং শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিন আফ্রিকা থেকে থাকছেন একজন করে ধারাভাষ্যকার।

এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব পাওয়া স্টার স্পোর্টস আজ (১৯ আগস্ট) ১৯ সদস্যের ধারাভাষ্য প্যানেলের নাম প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান সহ জায়গা হয়নি ক্লোন বাংলাদেশির।

একনজরে দেখে নেয়া যাক এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে আছেন কারা:

রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকার, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, হরভজন সিং, আদিত্য টারে, রজত ভাটিয়া, সঞ্জয় বাঙ্গার, পিযুষ চাওলা, দীপ দাস গুপ্ত ও মোহাম্মদ কাইফ, মারভান আতাপাত্তু, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, বাজিত খান, আমির সোহেল, ডমিনিক কর্ক, ম্যাথু হেইডেন ও অ্যান্ডি ফ্লাওয়ার।

আরও পড়ুন:  দুই লাল কার্ডে দুই ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ জাভি ও রাফিনহা

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট