Connect with us
ক্রিকেট

উইকেট পরিবর্তন নিয়ে অভিযোগকারীদের গাধা বললেন সুনীল গাভাস্কার

উইকেট পরিবর্তন নিয়ে অভিযোগকারীদের গাধা বললেন সুনীল গাভাস্কার

চলতি বিশ্বকাপের আসর বসেছে প্রতিবেশী দেশ ভারতে। আসরের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়া, দর্শক খরা দেখা দেওয়া থেকে শুরু করে খেলার মাঠেও বিভিন্ন ধরনের সমালোচনা দেখা যাচ্ছিল ভারত বিশ্বকাপে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়ে উঠে এসেছিল রাতের আঁধারে ভারতের উইকেট পরিবর্তনের অভিযোগ।

প্রথম সেমিফাইনাল এর আগে আইসিসিকে না জানিয়ে উইকেট পরিবর্তন নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ব্রিটিশ গণমাধ্যম। তারা দাবি করেছিল ভারতকে স্পিনে সহায়তা দিতে উইকেট পরিবর্তন করে খেলা হবে প্রথম সেমিফাইনালটি। ফাইনাল ম্যাচেও উইকেট পরিবর্তনের শঙ্কার কথা জানায় গণমাধ্যমটি।

উইকেট পরিবর্তন নিয়ে আয়োজক দেশের বিরুদ্ধে যেভাবে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। ফাইনালে উইকেট পরিবর্তনের গুঞ্জন নিয়েও সমালোচনা করেন তিনি। সেমিফাইনালে ভারতের জয়ের পর উইকেট পরিবর্তন নিয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন এই ধারাভাষ্যকর।

ম্যাচ পরবর্তী স্টার স্পোর্টসের আয়োজনে নেটিজেনদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা সব গাধা। আশা করবো এখন তারা নিজেদের মুখ বন্ধ করে বসে থাকবে এবং ভারতের সমালোচনা বন্ধ করবে। একই পিচে খেলেছে দুই দল। মনোযোগ আকৃষ্ট করার জন্য তারা এ ধরনের কথা বলেছে।’

সেমিফাইনালে দুই দলের ব্যাটাররা রান পেয়েছে। এতে করে প্রমাণ হয় উইকেট পরিবর্তনের অভিযোগটি ভিত্তিহীন। গাভাস্কার বলেন, ‘ভারত প্রায় ৪০০ রানের কাছাকাছি করেছিলো। এটি একটি ব্যাটিং পিচ ছিল। দুই দলের কাছ থেকে আমরা প্রায় ৭০০ রান দেখতে পেয়েছি। যে সকল বোকারা বলেছিলো ভারতীয় স্পিনারদের সহায়তা করার জন্য পিচটিকে বেছে নেয়া হয়েছিলো তারা ভুল প্রমাণিত হয়েছে।’

ফাইনাল ম্যাচে উইকেট পরিবর্তনের গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘ভাবুনতো একবার। কেউ কেউ বলছে ফাইনালের উইকেটও নাকি পাল্টে যাবে! কোন দলকে খেলতে হবে সেটাই কেউ জানত না তখনও। এসব নিয়ে কথা বলে তারা বিতর্ক সৃষ্টি করতে চায়।’

১৯ নভেম্বর আহমেবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

আরও পড়ুন: এগিয়ে থেকেও হারলো ব্রাজিল, নেমে গেল তলানীতে

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট