Connect with us
ক্রিকেট

পিএসএল সরে যাবে পাকিস্তান থেকে?

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা। কেবল পাকিস্তানিরাই নয়, বিশ্বের ক্রিকেট অনুরাগীরা মুখিয়ে থাকেন চার ছক্কার এই আসর উপভোগ করতে। প্রতিনিয়ত বিদেশি তারকারাও ভিড়ছে এই বন্দরে। পাকিস্তানিদের দাবি আইপিএলের থেকেও জনপ্রিয় লিগ এখন এটি। তবে সেই পিএসএল এবার সরে যেতে বসেছে পাকিস্তান থেকেই।

আগামী বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন। নিরাপত্তারক্ষীরা ব্যস্ত থাকবে নির্বাচন ঘিরে। রাজনৈতিক অস্থিরতার শঙ্কাও রয়েছে। তাই সার্বিক দিক বিবেচনায় নিরাপত্তার কথা মাথায় রেখে আসন্ন পিএসএল বসতে পারে বিদেশের মাটিতে।

জানা যায়, ২০২৪ পিএসএল অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরাত অথবা দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে পিসিবি এমন সিদ্ধান্ত নিতে চলেছে।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ফেব্রুয়ারি-মার্চ মাসে পিসিবিকে তাদের এই সর্বোচ্চ ঘরোয়া আসরটি আয়োজনের ছাড়পত্র দেয়নি পাকিস্তান সরকার। অপরদিকে পিএসএল অন্য কোন সময়ে আয়োজন করা হলে বিদেশী ক্রিকেটারদের পাওয়া যাবে না।

সঠিক সময় পিএসএল আয়োজনের সমস্যা সমাধানে তাই পিসিবিকে গ্রহণ করতে হচ্ছে নতুন উদ্যোগ। প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসাতে যাচ্ছে আসন্ন পিএসএলের আসর।

আরও পড়ুন: উইকেট পরিবর্তন নিয়ে অভিযোগকারীদের গাধা বললেন সুনীল গাভাস্কার

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট