Connect with us
ক্রিকেট

পুরোপুরি ফিট নন তবু এক ক্রিকেটারকে বিশ্বকাপ দলে রেখেছে শ্রীলঙ্কা!

শ্রীলঙ্কা ক্রিকেট দল
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি- গুগল

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৭ অক্টোবর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লঙ্কানরা।

এদিকে সবাইকে অবাক করে বিশ্বকাপ দলে ইনজুরি থেকে ফেরা স্পিনার মাহিশ থিকসানাকে নিয়েছে লঙ্কান বোর্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপের ফাইনাল না খেলা মাহিশ থিকসানা রয়েছেন লঙ্কান বিশ্বকাপ শিবিরে।

অপরদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটের কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন হাসারাঙ্গা। তাকে দলে রাখেনি লঙ্কান বোর্ড। তবে দ্রুতই তার সেরে উঠার সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বকাপ দলের কেউ ইনজুরিতে পড়লে তাকে উড়িয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হাসারাঙ্গা পর্যবেক্ষণে আছে। যদি তাকে খেলার জন্য ফিট মনে হয়, তাহলে আসর চলাকালে কেউ ইনজুরিতে পড়লে বদলি খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করা হবে।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ দলে জায়গা পাননি বিনোরা ফার্নান্দো, প্রমোদ মদুশান ও দুষ্মান্ত চামিরা। 

শ্রীলঙ্কার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিমাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), দুশান হেমন্তা, মাহিশ থিকসানা, দুনিথ ওয়াল্লালাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা।

রিজার্ভ: চামিকা করুনারত্নে।

আরও পড়ুন: আশা পূরণ করে এশিয়ান গেমসে পদক জিতলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট